ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি ৪ এপ্রিল বলেছেন , ইরান পক্ষ পারমাণবিক সমস্যা সমাধানের জন্য সহযোগিতা উপায় নিয়ে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। একইদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এমাসের পালাক্রমিক চেয়ারম্যান, জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াংইয়া বলেছেন যে, ভালভাবে পারমাণবিক সমস্যার সমাধানে ইরানের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা করা উচিত।
মোত্তাকি সেইদিন বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি অর্জন করা হচ্ছে ইরানের বৈধ অধিকার, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সংশ্লিষ্ট নিয়ম মেনে চলার পর অব্যাহতভাবে পারমাণবিক তত্পরতা চালাতে পারে।
ওয়াং কুয়াংইয়াও বলেছেন যে, নিরাপত্তা পরিষদের বিবৃতির লক্ষ্য হচ্ছে ইরান পারমাণবিক সমস্যায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ভূমিকা জোরদার করা। কিছু কিছু দেশের মতামত অনুযায়ী কাজ করলে ইরানের পারমাণবিক সমস্যার সমাধানের জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাব সহায়ক হবে না।
|