থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াটা ৪ এপ্রিল সন্ধ্যায় নতুন সরকারে প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়ার যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে দেশটির প্রধান তিনটি বিরোধী দল।
থাইল্যান্ডের গণতান্ত্রিক পার্টি, ছাট থাই পার্টি এবং মাহাছোন পার্টি ৫ এপ্রিল থাকসিনের এই ঘোষণা গ্রহণ করেছে। তবে বিরোধী দল---পিপল্স আলায়েন্স ফর ডেমোক্র্যাসী থাকসিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে বলেছে, থাকসিন চলতি মাসের শেষে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন অব্যাহত রাখলে তার ওপর চাপ অব্যাহত রাখবে।
থাইল্যান্ডের শিল্প ও বাণিজ্যিক মহলের প্রতিনিধিরাও থাকসিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেছেন, এটি দেশ স্বাভাবিক পথে ফেরার জন্য কল্যাণকর হবে।
|