মধ্যপ্রাচ্যের কিছু দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক আরো বেশি বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ মার্কিন ডলার থেকে ইউরোতে পরিবর্তন করার সম্ভাবনার কথা প্রকাশ করেছে। এর জন্য ৪ এপ্রিল নিউইয়োর্কের বৈদিশিক মুদ্রা বিনিময় বাজারে মার্কিন ডলার পশ্চিমা অন্যান্য প্রধান মুদ্রার দামের চেয়ে কম হয়েছে।
একইদিনে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাঙ্কের গর্ভনর সম্মেলনে কাতার কেন্দ্রীয় ব্যাঙ্কের গর্ভনর বলেছেন, কাতার কেন্দ্রীয় ব্যাঙ্কের বৈদেশিক মুদ্রার মজুদে ইউরোর পরিমাণ ৪০ শতাংশে উন্নীত করার সম্ভাবনা আছে। সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় ব্যাঙ্কের গর্ভনরও বলেছেন, এই ব্যাঙ্কের বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণের ১০ শতাংশ মার্কিন ডলার থেকে ইউরোতে পরিবর্তন করার বিষয় নিয়ে আলোচনা করবে।
|