v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-05 16:39:01    
খেলার জগত

cri
    পেইচিং অলিম্পিক ২০০৮- এর প্রকল্প পরিচালনা বিভাগের দায়িত্বশীল ব্যক্তি ২৮ মার্চ বলেছেন, ২০০৬ সাল হবে পেইচিং অলিম্পিক গেমসের স্ট্যাডিয়াম আর জ্যামন্যাজিয়াম নির্মানের গুরুত্বপূর্ণ বছর। বতর্মানে ১৭ হাজার প্রকৌশলীএবং শ্রমিক এ সব নির্মাণ কাজে ঝাপিয়ে পড়েছেন। রাষ্ট্রীয়স্ট্যাডিয়াম. রাষ্ট্রীয় সাঁতার কেন্দ্র, রাষ্ট্রীয় জিমন্যামিয়াম প্রভৃতি ব্যবস্থার নির্মান কাজ চলতি বছরের মধ্যে সম্পাদিত হবে।

    পেইচিং রাষ্ট্রীয় অলিম্পিক ক্রীড়া কেন্দ্রের ২০০৮ সালের অলিম্পিক গেমসের সংস্কার প্রকল্প ১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পেইচিং অলিম্পিক গেমস চলাকালে এই কেন্দ্রে ফুটবল, পোলো প্রভৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

    পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি ৩১ মার্চ পেইচিংএ ঘোষণা করেছে, একই দিন থেকে ২০০৮ সালের অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক স্লোগান বিশ্ব জুড়ে সংগ্রহ করা হচ্ছে।

    চীনের রাষ্ট্রীয় ক্রীড়া অধি দফতরের উপ মহা সচিব ২৯ মার্চ পেইচিংএ বলেছেন, চলতি বছরে ' কৃষকদের ক্রীড়া আর শরীর চর্চা প্রকল্প' আনুষ্ঠানিকভাবে চালু হবে। এই পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে চীনের ব্যাপক গ্রামাঞ্চলে গণ ক্রীড়া ব্যবস্থা নির্মাণ করা হবে।

    চীনের তৃতীয় জাতীয় ক্রীড়া সম্মেলনের অগ্নি বীজ সংগ্রহনের অনুষ্ঠান ৩১ মার্চ চীনের পূবার্ঞ্চলের সুচৌ শহরে অনুষ্ঠিত হবে। তৃতীয় ক্রীড়া সম্মেলন আগামী ২০ থেকে ৩০ মে পযর্ন্ত সুচৌতে অনুষ্ঠিত হবে। ৬০০০ জন ক্রীড়াবিদ এই ক্রীড়া সম্মেলনে অংশ নেবেন বলে অনুমান করা হচ্ছে।

    যুক্তরাষ্ট্রের মিনেওপোলিসে অনুষ্ঠিত ২০০৬ সালের শট ট্র্যাক শট স্কেটিং বিশ্ব চ্যাম্পীয়নশীপ ২ এপ্রিল সমাপ্ত হয়েছে। এবারকার প্রতিযোগিতায় চীনের নারী দল দুটো স্বণর্পদক অর্জন করেছে। চীনের নারী ক্রীড়াবিদ হয়াংমেন ৫০০ মিটার ইভেন্টের স্বর্ণপদক অর্জন করেছেন। চীনের নারী দল নারীদের ৩০০০ মিটার রিলে প্রতিযোগিতার স্বর্ণপদক অর্জন করেছে। তা ছাড়া, চীন দল এবারকার প্রতিযোগিতায় ৬টি রোপ্যপদক অর্জন করেছে। পদকের সংখ্যার দিক থেকে চীন দলের স্থান তৃতীয়। দক্ষিণ কোরিয়া আর ক্যানাডা দলের স্থান যথাক্রমে প্রথম আর দ্বিতীয়।

    বিশ্ব কার্প শ্যুটিং প্রতিযোগিতার কুওয়াংচৌ ধাপের প্রতিযোগিতা ১ এপ্রিল চীনের দক্ষিণাংশের কুওয়াংযৌ শহরে সমাপ্ত হয়েছে। আট দিন ব্যাপী প্রতিযোগিতায় চীনের ক্রীড়াবিদরা মোট তিনটি স্বর্ণপদক তিনটি রেপ্যপদক অর্জন করেছেন।

এতক্ষণ খেলার জগত শুনলেন। এখন চীনের স্পোর্টস এক্রোব্যাটিক্স ক্রীড়াবিদ হান সিয়াওফেং সম্বন্ধে কিছু বলবো।