থাইল্যান্ডের বিরোধী পার্টি গণতান্দ্রিক গণঐক্য (পি এ ডি) ৪ এপ্রিল রাতে একটি বিবৃতিতে প্রধানমন্ত্রী থাকসিনের প্রতি এপ্রিল মাস শেষ হবার আগেই পদত্যাগ করার দাবী জানিয়েছে।
৪ এপ্রিল রাতে, থাকসিন বলেছেন, তিনি নতুন সরকারের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করবেন না, কিন্তু নতুন সরকার গঠনের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এরপর পিএডি জরুরী সম্মেলন অনুষ্ঠান করেছে, এবং সম্মেলনের পর এ দাবী জানিয়েছে। সঙ্গে সঙ্গে এ সংস্থা থাকসিনের ওপর তদন্ত করার অধিকার সংরক্ষণ করার কথা প্রকাশ করেছে এবং নতুন সরকার গঠিত হবার পর থাই রাক থাই পার্টির চেয়ারম্যান হিসেবে নতুন সরকারে থাকসিনের আকার নীতি পালন করা উচিত নয়।
|