কোটে ডিভার সরকারি বাহিনী ও সরকার-বিরোধী সশস্ত্র সৈন্যদের প্রতিনিধিরা ৪ মার্চ মধ্য কোটে ডিভার বোয়াকে শহরে সংলাপ শেষ করেছে, কিন্তু কোনো বাস্তব সাফল্য পাওয়া হয়নি।
কোটে ডিভার সরকারি বাহিনীর চিফ অফ স্টাফ ফিলিপি মানগো ও সরকার-বিরোধী পক্ষের চিফ অফ স্টাফ সৌমাইলা বাকায়োকো নিজেদের দল নিয়ে একটি সংলাপ অধিবেশনে বসেছেন। কোটে ডিভার প্রতিরক্ষামন্ত্রী রেনে আফিং কোয়াসি এই অধিবেশনের সভাপতি। সরকার-বিরোধী দল অস্ত্র-মুক্তকরণের বেশ কিছু শর্ত পেশ করেছে। কিন্তু সরকারি বাহিনী দল এর আনুষ্ঠানিক জবাব দেয়নি। কোয়াসি সংলাপের শেষে দু'পক্ষের কাছে সংলাপ আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন। দু'পক্ষ এক সপ্তাহের পর আবার সংলাপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
|