v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-05 14:41:55    
শিল্প দিয়ে জীবনকে উজ্জ্বল করো---বিখ্যাত টেলিভিশন অনুষ্ঠান ' শিল্পী জীবন '-এর নারী প্রযোজক

cri
    ' শিল্পী জীবন ' হচ্ছে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের একটি জনপ্রিয় অনুষ্ঠান । এই অনুষ্ঠানের প্রযোজক একজন নারী , তার নাম ওয়াং জেং । প্রযোজক ওয়াং জেং একজন যুবতী । পাঁচ বছর আগে তিনি ' শিল্পী জীবন ' নামে একটি সাপ্তাহিক টিভি অনুষ্ঠানের প্রযোজক হিসেবে যোগ দেন । এই অনুষ্ঠানের দর্শকপ্রিয়তার হার দীর্ঘ সময় শীর্ষ স্থানে রয়েছে । ওয়াং জেং বলেছেন , ' শিল্পী জীবন ' অনুষ্ঠান যে দর্শকদের কাছে সমাদৃত হয়েছে , তার মূলে রয়েছে চীনের শিল্পীদের সুখ-দুঃখের প্রতি তাদের অনুভুতি আর আন্তরিকতা । ওয়াং জেং বলেছেন , আমি ' শিল্পী জীবন ' অনুষ্ঠান ভালোবাসি । কারণ এই অনুষ্ঠানে আমরা দর্শকদের সঙ্গে শিল্পীদের শৈল্পিক জীবন সম্বন্ধে মতবিনিময় করতে করতে পারি এবং তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষনীয় উপদেশ পাই । আমরা এই অনুষ্ঠানে আসা প্রত্যেক শিল্পী ও অনুষ্ঠানের দর্শকদের সঙ্গে আন্তরিকভাবে ও খোলামনে আলাপ করি । এতে কোনো কপটতা ও আনুষ্ঠানিকতা নেই । তাই দর্শকরা এই অনুষ্ঠান খুব পছন্দ করেন ।

    ' শিল্পী জীবন ' এক সাপ্তাহিক টিভি অনুষ্ঠান । প্রতিটি অনুষ্ঠানের দৈর্ঘ্য ৫০ মিনিট । গত পাঁচ বছরে চীনের মোট দু শ'রও বেশী শিল্পী এই অনুষ্ঠানে নিজের সংস্কৃতি চর্চার অভিজ্ঞতা আর তাদের জীবনের সুখদুঃখ বর্ণনা করেছেন । অনুষ্ঠানেদর্শকরা শিল্পীদের জীবন কাহিনী শুনে শিল্পীর সঙ্গে আনন্দ বোধ করেন অথবা দুঃখ প্রকাশ করেন । এই অনুষ্ঠানের অতিথি হিসেবে শিল্পীরা আমাদের স্টুডিওতে প্রবেশ করেই অনুষ্ঠানের উপস্থাপকের কাছ থেকে সমঝোতা ও আন্তরিকতা অনুভব করতে পারেন , তাই তারা মন খুলে নিজের জীবনকাহিনী বর্ণনা করেন । অনেক সময় শিল্পী ,অনুষ্ঠান উপস্থাপক ও দর্শক এক সঙ্গে অশ্রুপাত করেন । ওয়াং জেং বলেছেন , দর্শকদের কাঁদানোরজন্য আমরা এই অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করি নি । আমরা বস্তুনিষ্ঠ প্রয়াসকে গুরুত্ব দিই । চীনা নাগরিকদের মধ্যে মনোভাবের আদান-প্রদান যথেষ্ঠ নয় । ' শিল্পী জীবন ' অনুষ্ঠানটি ঠিক শিল্পীদের জন্য মনের কথা বলার একটি প্ল্যাটফর্মও সুযোগ যুগিয়েছে। অনেক প্রবীণ শিল্পী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের নিঃসঙ্গ মনে করেন । তারা তাদের অভিজ্ঞতা ও উপদেশ যুব শিল্পীদের জানাতে চান , কিন্তু এই ধরণের সুযোগ কম । তাই তারা ' শিল্পী জীবন ' অনুষ্ঠানে এসে নিজের জীবনকাহিনী বলতে পছন্দ করেন , অনেকেই বর্ণনার সময় উচ্ছসিত হয়ে কাঁদেন ।

    ওয়াং জেংয়ের একটি নীতি-বাক্য হলো শিল্প দিয়ে জীবনকে উজ্জ্বল করো আর সমঝোতা দিয়ে মানুষের মন উষ্ণ করো। ' শিল্পী জীবনের ' প্রতিটি অনুষ্ঠানে মানুষের মধ্যে সমঝোতা ও সমবেদনা প্রতিফলিত হয় । ওয়াং জেং বলেছেন , শিল্পীর জীবন ভিত্তিক প্রতিটি অনুষ্ঠান প্রযোজনার সময় আমি ও আমার সহকর্মীরা শিল্পীদের যথেষ্ট মর্যাদা ও যত্ন দেয়ার চেষ্টা করেছেন । শুধু এই ভাবেই শিল্পীরা অনুষ্ঠানে মন খুলে তাদের অনুভুতি প্রকাশ করতে পারেন । তিনি বলেছেন , অনুষ্ঠান প্রস্তুতির সময় আমাদের সবচেয়ে আন্তরিক আকাংখা হলো শিল্পীদের বন্ধু হিসেবে তাদের সাহায্য করা। তাই গত পাঁচ বছরে দু শ'রও বেশী শিল্পী আমাদের আন্তরিকতা গ্রহণ করে আমাদের স্টুডিওতে এসেছেন । আমি মনে করি এটাই ' শিল্পী জীবন ' অনুষ্ঠানটির দশর্কপ্রিয়তার একটি কারণ।

    ওয়াং জেং পশ্চিম চীনের সি আন শহরে জন্মগ্রহণ করেন । ১৯৮৯ সালে তিনি পরীক্ষার মাধ্যমে পেইচিং ব্রডকাস্টিং ইন্সটিটিউটে ভর্তি হন । ১৯৯৬ সালে মাস্টার ডিগ্রি পাওয়ার পর ওয়াং জেং চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের সংস্কৃতি বিভাগে যোগ দেন । এক বছর পর তার পরিচালিত তিনটি প্রামান্য ছবি চীনের টেলিভিশন শিল্পের তারকা পুরস্কার পেয়েছে । তার চমত্কার কর্ম দক্ষতার কল্যাণে ১৯৯৯ সালে ২৮ বছর বয়সী ওয়াং জেং টেলিভিশন অনুষ্ঠানের প্রযোজক হলেন ।তিনি তখনকার চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের সর্ব কনিষ্ঠ প্রযোজক ছিলেন । ২০০৪ সালের জুলাই মাসে ওয়াং জেং চীনের বেতার ও টেলিভিশন অধিদপ্তরের দশজন আদর্শ তরুণ-তরুণীর খ্যাতি লাভ করেন ।

    ২০০০ সালে ' শিল্পী জীবন ' অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয় । ওয়াং জেং এই অনুষ্ঠানের জন্য নিজের সব শক্তি নিয়োগ করেছেন । এই অনুষ্ঠানের নেত্রী হিসেবে তিনি প্রতিদিন সবার আগে অফিসে যান এবং সবচেয়ে দেরীতে অফিস ত্যাগ করেন । তিনি খুবই বিনয়ী । তিনি অফিসের সহকর্মীদের যথেষ্ট মর্যাদা দেন । তার পরিচালনায় ' শিল্পী জীবন ' গ্রুপের প্রত্যেক সদস্য নিজের সুপ্ত শক্তি পুরোমাত্রায় প্রকাশ করার সুযোগ পান । এই অনুষ্ঠানের শিল্পী বাছাই , অনুষ্ঠান সম্প্রচারের পরিকল্পনা তৈরী আর স্টুডিওতে অনুষ্ঠান রেকর্ডিং ইত্যাদি সব কাজে ওয়াং জেং সক্রিয়ভাবে অংশ নেন । কাজের প্রতি তার উত্সাহ ও আত্মনিয়োগের জন্যে ওয়াং জেং তার গ্রুপের সকল সদস্যের দৃষ্টান্ত হয়েছেন । তিনি বলেছেন , আমি আমার টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনার কাজ পছন্দ করি । আমি আশা করি , নিজের কাজের প্রতি আমার ভালোবাসা আমার সহকর্মীদের প্রভাবিত করতে পারে । আমি ' শিল্পী জীবন ' গ্রুপকে অধ্যয়ন গ্রুপ ডাকতে পছন্দ করি । কারণ একটি অনুষ্ঠানের উন্নতি চাইলে অনবরতভাবে অধ্যয়ন করা উচিত । অধ্যয়ন করে নতুন তথ্যও আয়ত করার মাধ্যমেই আমরা শুধু অনুষ্ঠানে নতুন প্রাণশক্তি যুগিয়ে দিতে পারি এবং অনুষ্ঠানের মান উন্নত করতে পারি ।

    টেলিভিশন কেন্দ্রের একটি নামকরা অনুষ্ঠানের প্রযোজক হিসেবে ওয়াং জেং আশা করেন আরো মর্মস্পশী অনুষ্ঠান তৈরী করতে পারবেন এবং আরো বেশী দর্শকের দৃষ্টি আকর্ষন করতে পারবেন । সি আর আইয়ের সংবাদদাতাকে সাক্ষাত্কার দেয়ার সময় ওয়াং জেং বলেছেন , তিনি এখন ' শিল্পী জীবন ' অনুষ্ঠানের জন্যে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন । তিনি বর্তমান চীনের সবচেয়ে নামকরা অভিনেতা-অভিনেত্রী , পরিচালক ও প্রযোজকদের টেলিভিশন কেন্দ্রে একত্রিত করে একটি বড় ধরনের অনুষ্ঠান তৈরীর পরিকল্পনা করছেন । এটা ব্যাপক দর্শকের জন্যে তার একটি উপহার ।