v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Thursday Apr 3th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-05 13:57:39    
ভারতের অর্থনৈতিক সংস্কারের পিতা---মনমোহন সিং

cri
    মনমোহন সিং একজন অর্থনীতিবিদ। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি রাও সরকারের অর্থ মন্ত্রী হন। গত শতাব্দীর ৯০ দশকের শুরুর দিকে, ভারতের আর্থিক ঘাটতি ছিল জিডিপির ৮.৫%, বৈদেশিক মুদ্রার মওজুদ ছিল শুধু এক বিলিয়ন মার্কিন ডলার। এমন সংকটময় সময়ে তিনি অর্থমন্ত্রী নিযুক্ত হন, সার্বিকভাবে অর্থনৈতিক সংস্কার চালান, ভারতের অর্থনীতির পুনঃরুদ্ধার ত্বরান্বিত করেন। তাঁর কার্যমেয়াদে ভারতের অর্থনীতি প্রতি বছরে গড়পড়তা ৭% বাড়ে। এ সংস্কার ভারতের অর্থনীতির ওপর সুদূরপ্রসারী ও গভীর প্রভাব বিস্তার করে। মনমোহন সিং "অর্থনৈতিক সংস্কারের পিতা" নামে আখ্যায়িত।

    এ বছরে ৭৩ বছর বয়সের মনমোহন সিং উত্তর ভারতের অমৃত্সর শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন শিখ। মনমোহন সিং পর পর ভারত এবং ক্যানাডায় অর্থনীতিবিদ্যা অধ্যয়ন ও গবেষণা করেন। তিনি ডক্টোরেট ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি পর পর ভারতের পান্জাব বিশ্ববিদ্যালয়, দিল্লী বিশ্ববিদ্যালয় ও ব্রিটেনের ওক্সফর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হন। ১৯৬৪ সালে ওক্সফর্ড বিশ্ববিদ্যালয় তাঁর ভারতের রপ্তানি প্রবণতা সংক্রান্ত একটি অর্থনীতিবিষয়ক গ্রন্থ কর্ম প্রকাশ করে। বহু বছরে তিনি বিভিন্ন অর্থনীতিবিষয়ক পক্রিকায় প্রচুর নিবন্ধ প্রকাশ করেন। ১৯৮২ সালের পর, তিনি পর পর ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্ণর, ভারত সরকারের পরিকল্পনা কমিটির ভাইস চেয়ারম্যান ইত্যাদি পদে নিযুক্ত হন। তাছাড়া, তিনি ভারত সরকারের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা হন। ভারত সরকার পর পর তাঁকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা এবং এশীয় উন্নয়ন ব্যাংকে বিভিন্ন পদে নিযুক্ত হবার জন্য পাঠান। এ প্রক্রিয়ায় তিনি চমত্কার কাজ করা এবং অবদান রাখার জন্যে বহু পুরস্কার জয় করেন।

    ১৯৯১ সালে মনমোহন সিং ভারতের সংসদের রাজ্য সভার সদস্য নির্বাচিত করা হন, এরপর তিনি ভরতের জাতীয় কংগ্রেসে যোগ দেন। বর্তমান তিনি ভারতের প্রধানমন্ত্রী হন।

    মনমোহন সিংয়ের সখ দেশ-বিদেশে ভ্রমণ। তিনি ইউরোপ, আমেরিকা ও আফ্রিকায় ভ্রমণ করেছেন। সমাজ অর্থনীতির পরিবর্তন আর আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা করা তাঁর সবচেয়ে বড় সখ। অবসরকালে বই পড়া আর লেখা তাঁর সবচেয়ে সখের বিষয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China