১৯৫৯ সালের ৫ এপ্রিল চীনা খেলোয়াড় রোং কুওথুয়েন বিশ্ব টেবিলটেনিস চ্যাম্পিয়নশীপে পুরুষদের এককে চ্যাম্পিয়ন
রোং কুওথুয়েন চীনের টেবিলটেনিস খেলোয়াড়, কোচ এবং টেবিলটেনিসে চীনের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন। রোং কুওথুয়েন হংকংয়ে জন্ম গ্রহণ করেন, ছোটবেলা থেকে টেবিলটেনিস খেলা পছন্দ করেন । ১৫ বছর বয়সে তিনি হংকং ট্রেড ইউনিয়ন টেবিলটেনিস দলের সদস্য হিসেবে প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। ২০ বছর বয়সে চীনের মূলভূভাগের কুয়াংচৌ ক্রীড়া ইনস্টিটিউটে ভর্তি হন। ১৯৫৯ সালে তিনি ২৫তম বিশ্ব টেবিলটেনিস চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করেন এবং পুরুষদের একক দফা প্রতিযোগিতায় পর পর যুক্তরাষ্ট্র ও হাংগেরির বিশ্ববিখ্যাত খেলোয়াড়দের পরাজিত করে চীনের জন্য প্রথমবারের মতো পুরুষদের একক দফায় বিশ্ব চ্যাম্পিয়নশীপের গৌরব অর্জন করেন। ১৯৬৪ সালে রোং কুওথুয়েন চীনের নারী টেবিলটেনিস দলের কোচ হন। তাঁর সাহায্যে চীনের নারী টেবিলটেনিস দল ২৮তম বিশ্ব টেবিলটেনিস চ্যাম্পিয়নশীপে দলগত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে । চীনের টেবিলটেনিস খেলার উন্নয়নে তাঁর বিশিষ্ট অবদানের প্রশংসা করার জন্য চীনের জাতীয় ক্রীড়া কমিশন ১৯৬১ এবং ১৯৬৪ সালে দু'দুবার তাঁকে রাষ্ট্রের বিশেষ শ্রেণীর কীর্তির সম্মানে ভূষিত করে এবং বহুবার সম্মানসূচক পদক ও সার্টিফিকেটে ভূষিত করে।
চীনের সশস্ত্র পুলিশ বাহিনী পেইচিংয়ে প্রতিষ্ঠিত
১৯৮৩ সালের ৫ এপ্রিলচীনের গণ-সশস্ত্র পুলিশ বাহিনী পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়। চীনের গণ-মুক্তি ফৌজের মতো চীনের গণ সশস্ত্র পুলিশ বাহিনীও চীনা কমিউনিষ্ট পার্টির পরিচালনাধীন দেশের সশস্ত্র শক্তি। তার দায়িত্ব দেশের সার্বভৌমত্ব ও সম্মান সুরক্ষা করা, সমাজের নিরাপত্তা ও দেশের নিরাপত্তা রক্ষা করা, সরকার ও পার্টির নেতৃস্থানীয় সংস্থা, গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ও জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা সুরক্ষা করা। শান্তিকালীন সময়ে সশস্ত্র পুলিশ বাহিনী চীনের গণ নিরাপত্তা বিভাগকে সহায়তা দিয়ে থাকে , তবে যুদ্ধের সময়ে চীনের গণ-মুক্তিফৌজের সঙ্গে সহযোগিতা করে যুদ্ধের কর্তব্যও পালন করতে পারে। চীনের গণ -সশস্ত্র পুলিশ বাহিনী দেশের গণ- নিরাপত্তা দফতরের অধীন। ১৯৮৩ সালে চীনের গণ -সশস্ত্র পুলিশ
বাহিনীর সদরদফতর পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়। চীনের প্রতিটি প্রদেশ , অঞ্চল ও মহানগরে ডিভিশন পর্যায়ের সশস্ত্র পুলিশ বাহিনী আছে, প্রতিটি বিভাগ বা এলাকায় রেজিমেণ্ট পর্যায়ের সশস্ত্র পুলিশ বাহিনী এবং প্রতিটি জেলায় কোম্পানি পর্যায়ের সশস্ত্র পুলিশ দল আছে ।
বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু--জাপানের আকাশি প্রণালী সেতু চালু
১৯৯৮ সালের ৫ এপ্রিল বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু--জাপানের আকাশি প্রণালী সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়।
এই ঝুলন্ত সেতু জাপানের কোবে শহর আর আওয়াজি দ্বীপের মধ্যে অবস্থিত । সেতুটি মোট ৩৯১১ মিটার দীর্ঘ। সেতুটির দুটি প্রধান থামের মধ্যে ব্যবধান ১৯৯১ মিটার। এই দুটো থাম সমুদ্র সমতল থেকে ২৯৭ মিটার উঁচু। থামের পানির নিচের অংশের উচ্চতা ৬০ মিটার। সেতুটির দুটি প্রধান ইস্পাত-ক্যাবলের প্রত্যেকটি চার হাজার মিটার লম্বা এবং ক্যাবলের ব্যাস ১.১২ মিটার। একটি ক্যাবলের ওজন ৫০ হাজার টন। এই সেতু নির্মাণের কাজ ১৯৮৮ সালের মে মাসে শুরু হয় এবং ১৯৯৮ সালের মার্চ মাসে সম্পন্ন হয়।
|