ইসরাইলের প্রথম বৃহত্ পার্টি কাদিমা পার্টি আর দ্বিতীয় বৃহত্ পার্টি লেবার পার্টি ৪ এপ্রিল যৌথভাবে মন্ত্রিসভা গঠনের কথা ঘোষণা করেছে ।
কাদিমা পার্টির চেয়ারম্যান এহুদ ওলমার্ট আর লেবার পার্টির চেয়ারম্যান আমির পেরেজ একই দিন একটি যুক্ত তথ্য-জ্ঞাপন-সভায় ঘোষণা করেছেন যে , যৌথভাবে একটি নতুন সরকার গঠনের জন্য উভয় পক্ষ অবিলম্বে মন্ত্রিসভা গঠন নিয়ে বৈঠক করবে ।
২৮ মার্চ অনুষ্ঠিত সংসদের নির্বাচনে কাদিমা পার্টি ইসরাইল সংসদের ১২০টি আসনের মধ্যে ২৯টি আসন পেয়ে সংসদের প্রথম বৃহত্ পার্টিতে পরিণত হয়েছে । লেবার পার্টি ১৯টি আসন পেয়ে দ্বিতীয় হয়েছে ।
|