v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-04 15:48:12    
বানর রাজা সুন উখোং (৩৫)

cri
    চিনতৌ গুহার ষাড় দানবকে স্বর্গের লাওজি দেবতা এসে ধরে নিয়ে গেলে উখোং যুবরাজ নেচা এবং অন্যান্য দেবতা গুহার ভেতর ঢুকলো । সেখানকার খুদে ও বড় দানবদের দমন করে নিজেদের অস্ত্রশস্ত্র এবং সুয়ান চুয়ান ও দুই গুরুভাইকে উদ্ধার করার পর স্বাভাবিক হলো অবস্থা । ফিরে এলো নিরাপত্তা । তারপর যাত্রা শুরু করেছিলো তারা পশ্চিম দেশের দিকে ।

    যেতে যেতে তাঁরা একদিন একটি নদির তিরে পৌঁছুলেন । ওপারে দেখা গেলো উইলো গাছ এবং লোকালয় । হঠাত্ এক নৌকা পাওয়া গেলো । তার মাঝি হলো এক মেয়ে । উখোং জানতে চাইলো মেয়ে হয়ে খেয়া নৌকা চালাচ্ছে কেনো সে । কোনো উত্তর না দিয়ে শুধু হাসলো মেয়েটি ।

    নৌকায় যাবতিয় মালামালসহ উঠে নদি পার হলো সবাই । নৌকার ভাড়া নিয়ে মেয়েটি খিল খিল করে হাসতে হাসতে চলে গেলো ।

    ওপারে তো পৌঁছানো গেলো । কিন্তু ক্ষুধা ও পিপাসায় কাতর সকলে । আচার্য ও পাচিয়ে নদির পানিই খেলেন । একটু পরেই দুজনের পেটেই শুরু হলো ভিষণ ব্যথা । ক্রমেই তাদের পেট ফুলে উঠতে লাগলো । অস্থির হয়ে পড়লেন গুরু এবং পাচিয়ে ।

    উখোং কাছের এক বাড়িতে গরম পানি আনতে গেলো তাড়াতাড়ি । সেখানে এক বৃদ্ধাকে তাদের বিপদের কথা বলে সে পানি চাইলো । বৃদ্ধা হেসে বাড়ির ভেতরের কাকে যেনো বললেন তাড়াতাড়ি এসে দেখো । বৃদ্ধার কথা শুনে তিন জন মহিলা এসে আচার্য এবং পাচিয়ের ফোলা পেট দেখে খুব হাসতে লাগলো । উখোং রেগে হুঙ্কার দিয়ে গরম পানি চাইলো । আবার বৃদ্ধা বললেন , গরম পানি খেলে তো এই রোগ ভালো হবে না । আমাদের দেশের মেয়েরা বিশ বছর বয়স হলে সন্তান লাভের জন্য এ নদির পানি খায় । ওরা সন্তান দাত্রি নদির পানি খেয়েছে । এখন সন্তান হারি ঝরণার পানি খেলে তবেই আরোগ্য লাভ হবে । খুবই বিপদের কথা । পুরুষদের পেটে সন্তানের জন্ম হবে । এমন অসম্ভব কথা কোনোদিন শোনেনি কেউ ।

    উখোং বৃদ্ধার কাছে থেকে জেনে নিলো , দশ ক্রোশ দুরে "জঠর যন্ত্রণা নিবারক" নামে এক পর্বত আছে । সেখানে আছে এক ঋষির আশ্রম । ঝরণাটা সেখানেই । কিন্তু ইচ্ছানন্দ নামে এক তাও ঐ আশ্রম আর ঝরণা দখল করে রেখেছে । সেটাই হলো বিপদের কথা । এখানকার কোনো মহিলাই কোনোভাবে তাদের সাহায্য করতে পারবেনা ।

    উখোং চোখের পলকে উড়ে গেলো ঝরণার পানি আনতে । সেখানে পৌঁছে দেখলো এক তাও ঋষি গুহার মুখে বসে বীণা বাজাচ্ছেন এক মনে ।

    উখোং তার সামনে গিয়ে পরিচয় আদান প্রদান করলো । তারপর ঝরণার পানি চাইলো সে । ঋষি উখোং-এর কাছে উপঢৌকন চাইলেন । উখোং তা দিতে পারলো না । তাই ঝরণার পানিও দিতে চাইলেন না ঋষি । উপরন্তু তাও ঋষি উখোংকে বললেন , তুই আমার ভাইপো লাল কুমারকে মেরেছিস । এখন ভগ এখান থেকে । নইলে ভালো হবে না তোর ।

    এই কথা শুনে উখোং গেলো রেগে । তারপর আর কি । দুজনের মধ্যে বেধে গেলো লড়াই । সে কি প্রচন্ড লড়াই । ইচ্ছানন্দ উখোং-এর কাছে হেরে গিয়ে গুহায় ঢুকে দরজা বন্ধ করে দিলেন । এক লাধি মেরে দরজা ভেঙে উখোং ঢুকে পড়লো আশ্রমের মধ্যে ইচ্ছানন্দের সঙ্গে আবার শুরু হলো লড়াই । ইচ্ছানন্দ ঝরণার দড়ি বালতি পানির মধ্যে ফেলে পালিয়ে গেলেন । যাতে পানি নিতে না পারে উখোং ।