চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৩ এপ্রিল পেইচিংয়ে সফররত তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট নিয়াজোভের সংগে বৈঠক করেছেন । উভয় পক্ষ রাজী হয়েছে যে , বিভিন্ন ক্ষেত্রে দুদেশের আদানপ্রদান ও সহযোগিতা আরো সম্প্রসারিত হবে এবং নতুন শতাব্দিতে দুদেশের সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক সার্বিকভাবে বিকশিত হবে ।
হু চিন থাও প্রস্তাব করেন যে , যোগাযোগ , শক্তি সম্পদ , রসায়ন শিল্প, টেলি-যোগাযোগ , বস্ত্রবয়ন প্রভৃতি ক্ষেত্রে উভয় পক্ষের সহযোগিতা আরো সম্প্রসারিত হবে এবং মানবাধিকার , জাতি সংঘের সংস্কার প্রভৃতি ক্ষেত্রে আদানপ্রদান ও সহযোগিতা আরো জোরদার হবে ।
|