v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-03 20:19:10    
সাধারণ মানুষের ঘরে ডিজিটাল  টেলিভিশন  সার্ভিস

cri
    ডিজিটাল টেলিভিশনের কথা বলতে গেলে, সাধারণ লোকের মনে পড়ে 'অতিস্পষ্ট টেলিভিশনের ছবি' এবং চমত্কার টেলিভিশন অনুষ্ঠানের কথা। আসলে ডিজিটাল টেলিভিশন গ্রাহকদের জন্যে প্রচুর মাল্টিমিডিয়া তথ্য পরিসেবাও যুগিয়ে দেয়। যেমন , ডিজিটাল টেলিভিশনের মাধ্যমে গাড়ি ও বাড়ি কেনা , হাসপাতালে চিকিত্সার জন্য রেজিস্ট্রেশন করা এবং পণ্যদ্রব্য আর শেয়ার ক্রয় করা যায়।

    দক্ষিণপূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরের প্রবীণ নাগরিক ওয়াং ছিংফুর বয়স ৭৭ বছর। তিনি তাঁর স্ত্রীর সঙ্গে ঘরে বসে বসে টেলিভিশন দেখে সময় কাটান। এক বছর আগে ডিজিটাল টেলিভিশন এই দম্পতির জীবনে প্রবেশ করেছে। আনন্দের কথা এই যে, তাঁরা ডিজিটাল টেলিভিশনের মাধ্যমে সহজেই নিজের পছন্দের বই কিনতে পারেন। তিনি বলেছেন, "ডিজিটাল টেলিভিশনে আমি দেদার বিক্রী হচ্ছে এমন বইগুলোর নামের তালিকা দেখতে পাই, পছন্দ হলেই আমি কিনতে যাই, তাতে খুব সুবিধা।"

    যারা দিনের বেলায় অফিসের কাজে ব্যস্ত , তাদের জন্যও ডিজিটাল টেলিভিশন খুব উপকারী। ডিজিটাল টেলিভিশনে চাল, ভোজ্য তেল ইত্যাদি কেনার জন্য অর্ডার দিতে পারি। হাংচৌবাসী ছেন হোং বলেছেন, " ধরা যাক, আমি এক বস্তা দক্ষিণ চীনের চাল কিনতে চাই, ডিজিটাল টেলিভিশনের পর্দায় এই চালের নামের জায়গায় 'এণ্টার' টিপলে এবং দশ কিলো বা ২০ কিলো ইত্যাদি পরিমাণ বেছে নিলে এবং কেনার জন্য 'এণ্টার কী' টিপলেই আমার অর্ডার সম্পন্ন হয়ে যায় ।"

    আধা ঘণ্টার মধ্যেই দোকানদার ছেন হোংর বাড়িতে চাল পৌঁছে দিলেন। পণ্য বিতরণ ব্যবসায়ী চিন চিয়াং জানিয়েছেন, ডিজিটাল টেলিভিশনে পণ্য কেনার পরিসেবা চালু হবার ফলে তাঁরা বেশ কিছু স্থায়ী খদ্দের পেয়েছেন। তিনি বলেছেন, "আমাদের পরিসংখ্যান অনুযায়ী ডিজিটাল টেলিভিশনের মাধ্যমে ২০ থেকে ৩০ হাজার গ্রাহক আমাদের স্থায়ী খদ্দের হয়েছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য খাতে তাঁদের প্রত্যেক লোক মাসে ১০০ থেকে ৩০০ ইউয়ান পর্যণ্ত খরচ করেন।"

    ছেন হোং'র মতো হাংচৌ শহরের অনেক পরিবার ডিজিটাল টিভিতে আগের চেয়ে আরও বেশি বৈচিত্রময় অনুষ্ঠান দেখতে পান। ঘরের বাইরে না গেলেও বাইরের সবকিছু জানা যায়, বিশেষ করে বাস্তব জীবনযাত্রার জন্য সকল প্রয়োজনীয় তথ্য, তাতে জিনিস কেনা, টিকিটের অর্ডার দেয়া , শেয়ার কেনাকাটা, গাড়ি ও বাড়ি কেনা , হাসপাতালে চিকিত্সার জন্য রেজিস্ট্রেশন করা এবং চাকরি খোঁজা ইত্যাদি পরিসেবা পাওয়া যায়।

    হাংচৌ শহরের ডিজিটাল টেলিভিশন কোম্পানির জেনারেল ম্যানেজারের সহকারী মাদাম থাং ইউ এ প্রসংগে বলেছেন,

    " ডিজিটাল টেলিভিশনের মাধ্যমে টিভি অনুষ্ঠান দেখতে এবং নানা রকম পরিসেবা আদায় করতে পারি। আমাদের কোম্পানি জীবনযাত্রার ক্ষেত্রে পরিসেবার প্রচুর তথ্য যুগিয়ে দেয় । যেমন জীবনযাত্রার ক খ গ(এ বি সি), অতিরিক্ত শিক্ষা-কোর্স, আর্থিক জগত্, বিনোদন, প্রশাসনিক তথ্য এবং 'কমিউনিটিই আমার বাড়ি' নামক চ্যানেল ইত্যাদি মোট ছয়টি পরিসেবা চ্যানেল আছে । এগুলো খুবই ব্যবহারিক, তাতে তথ্য সংগ্রহ করে তক্ষুণি ব্যবহার করা যায়। রোজ গ্রাহকরা আমাদের তথ্য প্লাটফর্মে ৮ লক্ষ ৭০ হাজার বারেরও বেশি ক্লিক করেন।"

    জানা গেছে, চীনের টেলিভিশন অনুষ্ঠান তৈরি, পরিবেশন এবং সম্প্রচার ইত্যাদি ক্ষেত্রে মোটামুটি ডিজিটাল ব্যবস্থা প্রবর্তন হয়েছে। কিন্তু সাধারণ টেলিভিশন সেট দিয়ে ডিজিটাল টেলিভিশনের সুবিধা ও উপকার ভোগ করা যায় না। তাই ডিজিটাল টেলিভিশন সেট কিনতে হবে অথবা সাধারণ টেলিভিশন সেটকে ডিজিটাল সংকেত গ্রহণের মাল্টি মিডিয়া ইনফর্মেশন টার্মিনালে রূপান্তরিত করতে হবে।

    হাংচৌ শহরের ডিজিটাল টি ভি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার চেং সিয়াওলিন বলেছেন, "সাধারণ টেলিভিশনের চেয়ে ডিজিটাল টেলিভিশনের সম্প্রাচার চ্যানেল অনেক চওড়া বা ব্যাপক হয়েছে । আগেকার সাধারণ টেলিভিশন ব্যবস্থায় শুধু কয়েক ডজন চ্যানেলের অনুষ্ঠান একই সময়ে সম্প্রচার করা যায়, এখন ডিজিটাল টেলিভিশন ব্যবস্থায় একই সময়েই কয়েক শো চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার করা যাচ্ছে। সম্প্রচারের গুণমানও উন্নততর হয়েছে । আরও বড় কথা এই যে, তাতে আরও বেশি পরিমাণ তথ্য সম্প্রচার সম্ভব হয়েছে। ফলে গ্রাহকরা শুধু টেলিভিশন দেখতে পারছেন তা নয়, বরং বাইরের সঙ্গে তথ্য বিনিময়ের জন্যও ডিজিটাল টেলিভিশন ব্যবহার করতে পারছেন। অর্থাত্ ডিজিটাল টেলিভিশন একটি সরল ধরনের কম্পিউটার হিসেবে খুব সহজেই ব্যবহার করা যায়।"

    হাংচৌ'র মতো চীনের আরও ৫০টি শহর বা এলাকায় সাধারণ টেলিভিশন ব্যবস্থার পরিবর্তে সার্বিকভাবে ডিজিটাল টেলিভিশন ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে। অনেক শহরে তাদের ডিজিটাল টেলিভিশনে প্রচুর সংখ্যক তথ্য পরামর্শমূলক পরিসেবা এবং সহজ ও দ্রুত বাণিজ্যিক পরিসেবা ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে। চেং সিয়াওলিন মনে করেন, যেহেতু টেলিভিশন হলো চীনের সবচেয়ে জনপ্রিয় ও ব্যাপক তথ্যমাধ্যম, সেইহেতু ডিজিটাল টেলিভিশনের সার্বিক প্রবর্তনের বিরাট বাজারের সম্ভাবনা আছে। এ রকম তথ্য সরবরাহের পরিসেবা হবে জনসাধারণের জীবনযাত্রার উত্তম সাহায্যকারী । চেং সিয়াওলিন বলেছেন, "ডিজিটাল টেলিভিশন হলো একটি সুপার তথ্য মার্কেট স্থাপনের মতো, তাতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা আছে, যেমন তথ্য জ্ঞাপনের ব্যবস্থা, গ্রাহক ব্যবস্থাপনা, পুঁজি বা অর্থ ট্রান্সফার, ই বাণিজ্য ইত্যাদি। এই মার্কেটে আমরা সব পণ্যদ্রব্য রাখার শেল্ফ(তাক) বসাই। ব্যবসায়ী, সরকারী সংস্থা বা বিভাগ অথবা ব্যক্তি এই সব পণ্য ও তথ্য একই সময়ে শেল্ফের ওপর রাখে এবং কতকগুলো পরিসেবা চালু করে, জনসাধারণের জীবনযাত্রার জন্য এই ব্যবস্থা খুবই সুবিধাজনক ।