২ এপ্রিল ইরানের জাতীয় টেলিভিশনের খবরে জানা গেছে, একইদিনে ইরানের বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলে আয়োজিত ব্যাপক সামরিক মহড়ায় সাফল্যের সঙ্গে একটি নতুন ধরণের দ্রুগতিসম্পন্ন পানির নিচের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে । এ ক্ষেপণাস্ত্রটি বড় যুদ্ধজাহাজকে বিধ্বস্ত করতে পারে ।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ বাহিনীর ভাইস কমান্ডার আলি ফাদাভী জাতীয় টেলিভিশনের সাক্ষাত্কার দেওয়ার সময়ে বলেছেন, নতুন এই ক্ষেপণাস্ত্রের গতি প্রতি সেকেন্ড ১০০ মিটারে দাঁড়িয়েছে ,এটা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগতির পানির নিচের ক্ষেপণাস্ত্র । এর জন্যে যুদ্ধজাহাজ এর হামলা পর্যবেক্ষণ করলেও , হামলা এড়ানোর যথেষ্ঠ সময় পাবে না । তিনি আরো বলেছেন, এই ক্ষেপণাস্ত্র বিরাট যুদ্ধজাহাজ বিধ্বস্ত করতে পারে এবং নানা ধরণের প্যাড থেকে ছোড়া যায় ।
|