২ এপ্রিল থাইল্যান্ডের নির্বাচনের প্রাথমিক ফলাফলে ব্যাপক জাল ভোটের ঘটনা প্রকাশিত হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী থাকসিন ৩ এপ্রিল বলেছেন, তিনি জাতীয় সমঝোতা অর্জন করার জন্য যে কোনো প্রস্তাব গ্রহণ করতে রাজি, যাতে প্রায় দু'মাসের রাজনৈতিক সংকটের অবসান হবে। প্রধান বিরোধি দলের নেতারাও থাইল্যান্ডের চারটি পার্টির মধ্যে সংলাপ চালানোর প্রস্তাব দিয়েছেন।
রাজধানী ব্যাংককের ৩৬টি নির্বাচনী এলাকায় তাঁর নেতৃত্বাধীন থাই রাক থাই পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করেছে। তবে এসব এলাকার জাল ভোটের সংখ্যা এই পার্টির সমর্থনের সংখ্যা ছাড়িয়ে গেছে। দক্ষিণ থাইল্যান্ডের ১৭টি প্রদেশে যদিও গণতান্ত্রিক পার্টি উচ্চ সমর্থনের হার বজায় রেখেছে, তবে সেখান নির্বাচনেও ব্যাপক জাল ভোট পড়েছে।
এর জন্য থাকসিন বলেছেন, জাতীয় সমঝোতা অর্জন করার জন্য তিনি যে কোনো প্রস্তাব গ্রহণ করতে রাজি, যাতে প্রায় দু'মাসের রাজনৈতিক সংকটের অবসান হবে।
|