চীনের পিপলস ডেইলী পত্রিকার খবরে জানা গেছে, আগামী ৫ বছরের মধ্যে চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাংক ৪০ বিলিয়ন রেনমিনপি ঋণ দিয়ে চীনের সংখ্যালঘু জাতি অঞ্চলের উন্নয়নে বড়ধরনের সহায়তা করবে ।
চীনের ৫৫টি সংখ্যালঘু জাতির মধ্যে ২২টি সংখ্যালঘু জাতির লোকসংখ্যা এক লক্ষেরও কম , এর জন্যে তাদের কমসংখ্যার সংখ্যালঘু জাতি বলা হয় । তাঁদের বসবাস এলাকা খুবই দূর অঞ্চলে, প্রাকৃতিক পরিবেশ খুব বৈরী, সামাজিক উন্নয়নের মানও নীচে থাকার কারণে, এ পর্যন্ত সংখ্যালঘু জাতি অঞ্চলের কিছু এলাকায় বিদ্যুত্ ও রাস্তা তৈরি করা যায় নি । এক চতুর্থাংশ লোকসংখ্যার অন্ন ও বস্ত্র সমস্যা এখনও সমাধান হয় নি । কমসংখ্যার সংখ্যালঘু জাতির সকল উন্নয়ন অন্যান্য জাতির চেয়েও খুব পিছিয়ে।
চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাংকের ঋণ প্রধানত সংখ্যালঘু জাতি অঞ্চলের মৌলিক স্থাপনার নির্মাণকাজ, সামাজিক কর্তব্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণে ব্যবহৃত হবে ।
|