চীনের রেল মন্ত্রণালয় ৩ এপ্রিল ঘোষণা করেছে, পেইচিং থেকে শাংহাইগামী হাইস্পিড রেলপথ প্রকল্প নির্মাণকাজ শীঘ্রই শুরু হবে। অনুমান অনুযায়ী, প্রকল্পটি ২০১০ সালে শেষ হবে।
চীন সরকার গত মাসে পেইচিং-শাংহাই হাইস্পিড রেলপথ প্রকল্প নির্মাণের প্রস্তাব পত্র অনুমোদন করেছে। এই প্রকল্পে হাইস্পিড রেলপথের নতুন প্রযুক্তি প্রয়োগ করা হবে।
চীনের রেল মন্ত্রণালয় জানিয়েছে, পেইচিং--শাংহাই হাইস্পিড রেলপথ হচ্ছে একটি যাত্রীবাহী রেল লাইন, এর পরিকল্পিত গতি ঘন্টায় ৩৫০ কিলোমিটার। এতে পেইচিং থেকে শাংহাই যেতে মাত্র পাঁচ ঘন্টা সময় লাগবে অর্থাত্ বর্তমান রেলপথের চেয়ে ৯ ঘন্টা সময় কমবে।
জানা গেছে, পেইচিং-শাংহাই হাইস্পিড রেলপথ নির্মাণে নিজেদের উদ্যোগে নবায়ন আর উদ্ভাবন করার সার্মথ্য অবলম্বন করে চীন নিজস্ব মেধা-স্বত্ব সম্পন্ন হাইস্পিড রেলপথ প্রযুক্তি ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।
|