গ্রীসের স্থানীয় মাধ্যম সূত্রে জানা গেছে, ২ এপ্রিল দক্ষিণপূর্ব ইউরোপের দেশগুলো বলেছে, বিভিন্ন দেশ শক্তিসম্পদ ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে, যাতে এই এলাকায় শক্তিসম্পদ কমিউনিটি যত তাড়াতাড়ি সম্ভব গড়ে তোলা যায়।
দু'দিনব্যাপী এসইইসিপির মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২ এপ্রিল উত্তর গ্রীসের দিসালোনিকি শহরে সমাপ্ত হয়েছে। সম্মেলনে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন দেশ একমত হয়েছে যে, শক্তি সম্পদ ক্ষেত্রে তারা সহযোগিতা জোরদার করবে,যাতে শক্তি সম্পদ ব্যবহারের হার উন্নত এবং এই এলাকার জনগণের ক্যালণ নিশ্চিত করা যায়।
আলবেনিয়া,রোমানিয়া, বসনিয়া-হার্জেগোভিনা এবং গ্রীস ইত্যাদি দক্ষিণপূর্ব ইউরোপের দেশগুলোর শক্তি সম্পদমন্ত্রী ও উপমন্ত্রী এবারকার সম্মেলনে উপস্থিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও মোলডোভা ইত্যাদি দেশ পর্যবেক্ষক দেশ হিসেবে সম্মেলনে উপস্থিত ছিল।
|