২ এপ্রিল ইরাকস্থ বৃটিশ দূতাবাসের মুখপাত্র লিসা গ্লোভার বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিজা রাইস এবং বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র একইদিনে বাগদাদে পৌঁছে তাঁদের সফর শুরু করেছেন । তাঁরা ইরাকের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ইরাকে যৌথ সরকার গঠন নিয়ে আলোচনা করবেন ।
গ্লোভার বলেছেন, রাইস আর স্ট্র ইরাকী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি ও প্রেসিডেন্ট জালাল তালাবানি এবং অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন । রাইস সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ইরাকী নেতাদের সঙ্গে বৈঠক করা থেকে বোঝা যায় যে, বর্তমানে ইরাকে জাতীয় ঐক্যের সরকার গঠন করা খুবই প্রয়োজনীয় ।
|