চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ২ এপ্রিল অস্ট্রেলিয়ার পার্থে বলেছেন যে, চীন-অস্ট্রেলিয়া দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল সম্পদ ও শক্তিসম্পদ সহযোগিতা সম্পর্ক স্থাপন করতে পারে ।
অস্ট্রেলিয়ার শিল্প , পর্যটন ও সম্পদমন্ত্রী ইয়ান ম্যাকফার্লেন তার দেশের সম্পদের অবস্থার পরিচয় দেওয়ার পর ওয়েন চিয়াপাও এসব কথা বলেছেন। ওয়েন চিয়াপাও আরো বলেছেন, চীন-অস্ট্রেলিয়ার মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা, সম্পদ ও শক্তিসম্পদ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, দুদেশের সম্পদ ও শক্তিসম্পদ সহযোগিতা পারস্পরিক উপকারিতামূলক ভিত্তিতে স্থাপিত হয়েছে। দুদেশের সহযোগিতা খনিজসম্পদের উন্নয়ন , খনি পরিকল্পনার ফলপ্রসূতা বাড়ানো ও বর্জ্য কমানো, নিরাপদ উত্পাদন, নতুন শক্তিসম্পদ উন্নয়ন, দূষণমুক্ত শক্তিসম্পদ ও পুনব্যবহার্য শক্তিসম্পদ ক্ষেত্রেও সম্প্রসারিত হতে পারে।
ওয়েন চিয়াপাও জোর দিয়ে বলেছেন, চীনের অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন চীনের জনগণের জন্য এবং চীন-অস্ট্রেলিয়া সহযোগিতার জন্যও সহায়ক হবে,এটা থেকে বলা যায় যে, চীনের অর্থনীতির উন্নয়নের জন্য চীন অস্ট্রেলিয়া দুদেশের জনগণের সহায়তা করা উচিত ।
|