চীন ও নেপাল এপ্রিল মাসে তৃতীয় যৌথ সীমান্ত পরীক্ষা করবে। দু'পক্ষ প্রধানতঃ সীমারেখার সমস্ত সীমানা চিহ্ন রক্ষা করবে এবং যথাযথভাবে পরিমাপনের কাজ করবে।
১ এপ্রিল চীনের তিব্বতের লাসা শহরে অনুষ্ঠিত এক সংশ্লিষ্ট সম্মেলনে জানা গেছে, চীন ও নেপালের সীমারেখার তৃতীয় যৌথ পরীক্ষা সর্বশেষ প্রযুক্তির উপায় দিয়ে সঠিকভাবে সমস্ত সীমানা চিহ্ন পরিমাপন করা হবে। চীন-নেপালের সীমান্ত ভৌগোলিক তথ্য ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। নতুন যুক্ত পরীক্ষা প্রটোকল খসড়া করা হবে।
চীন-নেপালের সীমারেখার দৈর্ঘ্য প্রায় ১৪১৪ কিলোমিটার, তা হিমালয় পর্বতে অবস্থিত। চীন ও নেপালের সরকার ১৯৭৯ সাল এবং ১৯৮৮ সালে দু'বার যৌথ সীমানা পরীক্ষা করেছিলো।
|