২০০৬ সালের চীনের মেধা-স্বত্ব ফৌজদারি সুরক্ষা সংক্রান্ত দু'দিনব্যাপী ফোরাম ১ এপ্রিল সমাপ্ত হয়েছে এবং শাংহাই ঘোষণা গৃহীত হয়েছে। অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ আইন কার্যকরী করা ও বিভিন্ন দেশের আইন কার্যকরী সংস্থা ও শিল্প মহলের প্রতি মেধা-স্বত্ব সংরক্ষণ করার জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, বিভিন্ন দেশের তথ্য আদানপ্রদান ও বিনিময় জোরদার করা ,আন্তঃদেশীয় অপরাধ-প্রবণতার উপর যৌথভাবে আঘাত হানার আন্তর্জাতিক সহযোগিতা পরিস্থিতি গড়ে তোলা উচিত। এর সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ তত্পরতা ব্যাপকভাবে চালাতে হবে। সারা বিশ্বের আওতায় মেধা-স্বত্ব লঙ্ঘনকারী পণ্যের চাহিদা রোধ করতে হবে।
চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান প্রভৃতি দেশের সরকারের সংশ্লিষ্ট বিভাগ, শিল্পপ্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ফৌজদারী পুলিশ সংস্থা প্রভৃতি আন্তর্জাতিক সংস্থার প্রায় ৩০০জন প্রতিনিধি এই ঘোষণা পর্যালোচনা করে অনুমোদন করেছেন।
|