জাতিসংঘের সিয়েরা লিয়ন বিশেষ আদালত ৩১ মার্চ বলেছে, বর্তমানে সিয়েরা লিয়নের রাজধানী ফ্রীটাউনে নিরাপদভাবে আটক রাখা লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের আগামী সপ্তাহে বিচার শুরু হবে।
জাতিসংঘের সিয়েরা লিয়ন বিশেষ আদালতের প্রধান অভিশংসক ডেসমনড ডে সিলভা একইদিনে বলেছেন, টেইলরকে আটক রাখা কারাগারের পরিস্থিতি ভালো, টেইলরের কারাগার থেকে রেহাই পাওয়া খুব কঠিন।
লাইবেরিয়ার প্রেসিডেন্ট মাদাম এল্লেন জনসোন সির্লিফ ৩০ মার্চ লাইবেরিয়া ও পশ্চিম আফ্রিকান এলাকার স্থিতিশীলতা সুনিশ্চিত করার জন্য টেইলরের বিচার করার স্থান নেদারল্যান্ডসের হেগে স্থানান্তরিত করার আশা প্রকাশ করেছেন।
|