জাপানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী , জাপান-চীন মৈত্রী সংসদ ইউনিয়নের চেয়ারম্যান কোমুরা মাসাহিকো ৩১ মার্চ পেইচিংয়ে বলেছেন, জাপান-চীন সম্পর্ক যে কোনো অবস্থায় থাক না কেন, সক্রিয়ভাবে দু'দেশের বিভিন্ন পর্যায়ের আদান-প্রদান জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোমুরা মাসাহিকো সাতটি জাপান-চীন মৈত্রী গোষ্ঠীর অন্যতম চেয়ারম্যান হিসেবে পেইচিংয়ে সফর করছেন। একই দিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জাপান-চীন সুষ্ঠু অর্থনৈতিক সম্পর্ক হচ্ছে দু'দেশের মৈত্রীর জন্য প্রবীণদের প্রচেষ্টার সুফল, তা দু'দেশের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। এখন দু'দেশের রাজনৈতিক সম্পর্ক সন্তোষজনক নয়, তা যদি অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলে তাহলে দু'পক্ষের ক্ষতি হবে।
জাপানের সাতটি জাপান-চীন মৈত্রী গোষ্ঠীর নেতারা ৩১ মার্চ চীনের সংশ্লিষ্ট বেসরকারী সংস্থার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও, রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া শুয়েনও পৃথক পৃথকভাবে তাঁদের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
|