৩০ মার্চ বিশ্ব ব্যাংকের প্রকাশিত "পূর্ব এশিয়ার ষাণ্মাসিক অর্থনৈতিক সংস্করণে" বলা হয়েছে, পূর্ব এশিয় অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পদক্ষেপ এখনো মজবুত । এই অঞ্চল ইউরোপকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে উন্মুক্ত অঞ্চলে পরিণত হয়েছে। রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে যে, চীনের ভবিষ্যত্ অর্থনৈতিক সম্ভাবনাও মোটের ওপর ভালো।
রিপোর্ট অনুযায়ী, গত বছরে "পূর্ব এশিয়ার নতুন অর্থনৈতিক গোষ্ঠীর" মোট প্রবৃদ্ধি হার ৬৮ শতাংশে পৌঁছেছে। পূর্ব তিমুর ছাড়া বিভিন্ন অর্থনৈতিক গোষ্ঠীর প্রবৃদ্ধি হার সবই ৪ শতাংশের বেশি। রিপোর্টটি মনে করে, তেলের দাম বাড়া, বার্ডফ্লু প্রকোপ ঘটা, আকাস্মিক প্রবল জলোচ্ছ্বাসের আঘাত এবং বিনিময় হার বাড়ানো প্রভৃতি প্রতিকূল অবস্থায়ও গত বছরে পূর্ব এশিয়ার অর্থনীতি উপরোক্ত সাফল্য অর্জন করা সত্যি সহজ নয়।
রিপোর্টে আরো বলা হয়েছে, ২০০৬ সালে জোরালো চাহিদায় চীনের অর্থনীতি তেজি হবে। কোম্পানির মুনাফা অর্জন এবং ঋণদান অবস্থা থেকে প্রমাণিত হয়েছে যে, পুঁজিবিনিয়োগেও অব্যাহতভাবে সমৃদ্ধ প্রবণতা বজায় থাকবে।
|