প্রেসিডেন্ট হু: মৈত্রী সংগঠনের নেতারা জাপান-চীন সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা নিতে পারেন
cri
৩১ মার্চ সাতটি জাপান-চীন মৈত্রী সংগঠনের নেতাদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করার সময় চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন, চীন আশা করে, সাতটি জাপান-চীন মৈত্রী সংগঠন চীন-জাপান সর্ম্পকের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে। হু চিন থাও বলেছেন, দীর্ঘকাল ধরে দু'দেশের কূটনৈতিক সম্পর্কের স্বাভাবিকীকরণ , দু'দেশের প্রতিবেশীসূলভ সম্পর্ক বিকশিত করার জন্যে এই সব সংগঠন অজস্র কল্যাণকর কাজ করে এসেছে। চীন তার ভূয়সী প্রশংসা করে। তিনি বলেছেন, বতর্মানে দু'দেশের সম্পর্কে অসুবিধা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সাতটি জাপান-চীন মৈত্রী সংগঠনের নেতাদের প্রতিনিধি দলের চীন সফর থেকে বুঝা যায় যে দু'দেশের জনগণ দু'দেশের সম্পর্ক উন্নত করার আশা-আকাংক্ষাপোষণ করেছেন।
|
|