|
|
(GMT+08:00)
2006-03-31 21:03:29
|
পাঠ্যপুস্তক সমস্যায় দক্ষিণ কোরিয়ার তীব্র প্রতিবাদ
cri
৩১ মার্চ জাপানে দক্ষিণ কোরিয়ার নিযুক্ত রাষ্ট্রদূত রা জং ইল জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের উচ্ছ মাধ্যমিক স্কুলের জন্যে ইতিহাস বিকৃতকারী পাঠ্যপুস্তক অনুমোদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জাপানের উচ্চ মাধ্যমিক স্কুলের পাঠ্যপুস্তকে দক্ষিণ কোরিয়ার দোকদো দ্বীপকে জাপানের ভূভাগ বলে দেখানো হয়েছে। রাষ্ট্রদূত রা জং ইল বলেছেন, জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত ২০০৭ সালের উচ্চ মাধ্যমিক স্কুলের পাঠ্যপুস্তকে দোকদো দ্বীপ সম্বন্ধে যে বণর্না করা হয়েছে তা দক্ষিণ কোরিয়ার সার্বভৌমত্বের উপর একটি আক্রমণ। দক্ষিণ কোরিয়া জাপানের এই আচরণ সহ্য করতে পারে না ।
|
|
|