|
|
(GMT+08:00)
2006-03-31 21:01:35
|
চীনের বৃহত্তম যৌথ পেট্রো-রসায়ন প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু
cri
চীনের বৃহত্তম যৌথ মালিকানার পেট্রো রসায়ন প্রকল্প--- দক্ষিণচীন সাগরের শেল পেট্রো রসায়ন প্রকল্প ৩১ মার্চ কুয়াংতং প্রদেশের হুয়েচৌ শহরে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। জানা গেছে, চীনের সামুদ্রিক তেল আর রয়াল ডাচ শেল কোম্পানির যৌথ বিনিয়োগে এই প্রকল্প নিমির্ত হয়। এই প্রকল্পে মোট ৪০০ কোটিরও বেশী মার্কিন ডলার্র বরাদ্দ করা হয়েছে। এই ডাচ কোম্পানির শেয়ার ৫০ শতাংশ। জানা গেছে এই প্রকল্পের উত্পাদন শুরু হওয়ার পর প্রত্যেক বছর ২৩ লক্ষ টনের রাসায়নিক পণ্যদ্রব্য উত্পাদিত হবে।
|
|
|