পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি ৩১ মার্চ পেইচিংএ ঘোষণা করেছে, ৩১ মার্চ থেকে সারা পৃথিবী জুড়ে পেইচিং অলিম্পিক গেমস--২০০৮ এর স্বেচ্ছাসেবকদের স্লোগান সংগ্রহ শুরু হবে। ভিন্ন সংস্কৃতিসম্পন্ন লোকজনের কাছ থেকে বোধগম্য বুঝা আর গ্রহণযোগ্যস্লোগানগুচ্ছসংগ্রহ করা হবে। পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ওয়াং মিং হাও বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবকদের স্লোগান সারা পৃথিবী থেকে সংগ্রহ করা হবে। বর্ণ, পেশা অথবা ধর্মীয় বিশ্বাস নিবির্শেষে পেইচিং অলিম্পিক গেমসে অংশ নিতে আগ্রহীদের বিবেচনা করা হবে। বিদেশে বসবাসরত চীনারা সক্রিয়ভাবে পেইচিং অলিম্পিক গেমসে অংশ নিতে পারবেন বলে তিনি বিশেষভাবে আশা প্রকাশ করেছেন।
এবারকার সংগ্রহ তত্পরতা ২০০৬ সালের ৩১ আগস্ট পযর্ন্ত শেষ হবে। এর আগে অংশ গ্রহণকারীরা ডাক আর ই-মেলের মাধ্যমে স্লোগানগুলো পাঠাতে পারেন। এ সম্বন্ধে বিস্তরিতভাবে জানতে চাইলে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির ওয়েবসাইট পরিদর্শন করতে পারবেন। এই ওয়েবসাইট হল: w w w .Beijing2008.com.
|