ইরানের সরকারী তথ্য মাধ্যম বলেছে, পশ্চিম ইরানে ৩১ মার্চ ভোরে তীব্র ভূমিকম্প হয়েছে এ খবর পাওয়ার সময় পর্যন্ত ৫০জন নিহত এবং প্রায় ৮০০ জন আহত হয়েছেন।
ইরানের আই আর এন এ'র খবরে প্রকাশ, সেদিন ভোরে পশ্চিম ইরানে পর পর ৪.৭, ৫.১ ও ৬মাত্রার মোট তিনবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিলো ইরানের শিল্প শহর বুরুসের্দ আর দোরোদের মাঝামাঝি পাহাড়ী গ্রামে, প্রায় ৪০টি গ্রাম ভূমিকম্পে ধ্বংস হয়েছে। বোরোদ প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পে গ্রামের স্থাপত্য বিধ্বংস হয়েছে, এবং স্থায়ী টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
|