হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের নতুন সরকার যে সহিসংতা ত্যাগ করা ইত্যাদি মৌলিক নীতি গ্রহণ করে নি বলে মধ্যপ্রাচ্য সমস্যার সংশ্লিষ্ট চার পক্ষ, অর্থাত্ জাতিসংঘ, ই ইউ, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ৩০ মার্চ নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রকাশিত একটি বিবৃতিতে তার উপর নিবিড় দৃষ্টি রাখার কথা বলেছে। তারা বলেছে, ফিলিস্তিনের নতুন সরকারের উপর আন্তর্জাতিক সমাজের সাহায্য অনিবার্যভাব প্রভাবিত হবে।
বিবৃতিতে বলা হয়েছে, গত জানুয়ারী মাসে ফিলিস্তিনে সংসদ নির্বাচন আয়োজনের পর মধ্যপ্রাচ্য সমস্যার সংশ্লিস্ট চার পক্ষ ফিলিস্তিনের নতুন সরকারের উদ্দেশ্যে সহিংসতা ত্যাগ করা, ইস্রাইলকে স্বীকার করা এবং "রোড ম্যাপ" পরিকল্পনাসহ সংশ্লিষ্ট চুক্তি ও কর্তব্য গ্রহণ করার আহবান জানিয়েছে। হামাসের গঠিত ফিলিস্তিনের নতুন সরকারের ২৮ মার্চ গৃহীত রাজনৈতিক কার্যক্রম গবেষণা করার পর এই চার পক্ষ আবিষ্কার করেছে যে, নতুন সরকার উল্লেখিত মৌলিক নীতি গ্রহণ করেনি। তাই চার পক্ষ তার প্রতি নিবিড় দৃষ্টি রাখছে।
|