মেক্সিকোর প্রেসিডেন্ট ভিসেন্ট ফোক্স কেসাদা ক্যানাডার প্রধানমন্ত্রী স্টেফেন হার্পারের সঙ্গে মেক্সিকোর কানকুন শহরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দু'পক্ষ জোর দিয়ে বলেছেন, নিরাপত্তা দু'দেশ, তথা উত্তর আমেরিকান অঞ্চলের উন্নয়নের জন্যে খুব গুরুত্বপূর্ণ।
বৈঠকে দু'দেশের দুই নেতা রাজনীতি, আর্থ-বাণিজ্য, নিরাপত্তা, শক্তিসম্পদ, শ্রম-শক্তি রপ্তানি প্রভৃতি ক্ষেত্রে মতবিনিময় করেছেন। তাঁরা বিশ্বাস করেন, উল্লেখিত ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা আরো অগ্রগতি অর্জন করতে পারে। বৈঠকের পর দু'দেশের দুই শীর্ষনেতা একমত হয়েছেন যে, ৩১ মার্চ কানকুনে অনুষ্ঠিতব্য মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও ক্যানাডার শীর্ষ বৈঠক অব্যাহতভাবে উত্তর আমেরিকান আঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধি ত্বরান্বিত করার জন্যে সুযোগ যুগিয়ে দেবে।
|