৩১ মার্চ চীনের বানিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ছুং ছুয়ান পেইচিংয়ে বলেছেন , যুক্তরাষ্ট্র ও ইইরোপীয় ইউনিয়ন যে মিলিতভাবে মোটর গাড়ীর খুচরা যন্ত্রাংশের উপর চীনের উচ্চ মানের আমদানি কর আদায়ের বিরুদ্ধে বিশ্ব বানিজ্য সংস্থার কাছে অভিযোগ তুলেছে , চীন এর জন্য পরিতাপ প্রকাশ করে ।
৩০ মার্চ যুক্তরাষ্ট্র ও ই ইউ বিশ্ববানিজ্য সংস্থার কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছে । এতে বলা হয়েছে , চীন বিদেশের মোটর গাড়ীর খুচরা যন্ত্রাংশের উপর ২৮ শতাংশ আমদানি কর আদায় করছে , এটা চীনের শিল্পপতিদের বিদেশ থেকে মোটর গাড়ীর খুচরা যন্ত্রাংশ আমদানি করতে বাধা সৃষ্টি করেছে । চীনের বানিজ্য মন্ত্রণালয় মনে করে , মোটর গাড়ীর উচ্চ পরিমানের কর এড়ানোর জন্য চীনের মোটর গাড়ী বিক্রেতারা যাতে মোটর গাড়ী খুলে খুচরা যন্ত্রাংশ হিসেবে আমদানি করতে না পারেন , সেই জন্য চীন এই ব্যবস্থা নিয়েছে । এই ধরনের ব্যবস্থা বিশ্ব বানিজ্য সংস্থার নিয়ম লংঘন করে নি।
বিশ্ব বানিজ্য সংস্থার নিয়ম অনুসারে , যুক্তরাষ্ট্র, ই ইউ আর চীন ৬০ দিনের মধ্যে এই সমস্যা নিষ্পত্তির জন্য বৈঠক করতে পারে । ছুং ছুয়ান বলেছেন , চীন পক্ষ যুক্তরাষ্ট্র ও ই ইউর সঙ্গে মত বিনিময় করার কথা বিবেচনা করছে ।
|