ইরানের পরমাণু ইস্যুর অচলাবস্থা, নাইজেরিয়ার তেল উত্পাদনের প্রতিকূলপরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের তেলের মজুদের পরিমাণ কমা প্রভৃতি উপাদানের প্রভাবে ৩০ মার্চ আন্তর্জাতিক তেলের দাম সবর্ত্রই বেড়েছে। নিউইয়ার্ক বাজারে অশোধিত তেলের ফিউচাস দাম প্রতি ব্যারেল ৬৭ মার্কিন ডলার্র । গত দু' মাসে এই রেকড সর্বোচ্চ।
ইরান হচ্ছে ওপেকের দ্বিতীয় বড় তেল রফতানিকারক দেশ। কিন্তু ইরানের পরমাণু ইস্যুর ভবিষ্যত এখনও আশাব্যঞ্জক নয়।
নাইজেরিয়া হচ্ছে আফ্রিকার প্রথম বড় তেল উত্পাদনকারী দেশ। গত চার মাসে সশস্ত্র ব্যক্তিরা তেল স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে। যার ফলে নাইজেরিয়ার অশোধিত তেলের উত্পাদন ক্ষমতা ২৫ শতাংশ কমেছে। সশস্ত্র ব্যাক্তিরা অনুরুপ হামলা অব্যহত রাখার কথা ঘোষণা করেছে।
|