** চীনের রাষ্ট্রীয় পরিষদের তিন গিরিখাত প্রকল্প নির্মাণ কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত
১৯৯৩ সালের ২ এপ্রিল চীনের রাষ্ট্রীয় পরিষদের তিন গিরিখাত প্রকল্প নির্মাণ কমিটির প্রথম অধিবেশন পেইচিংয়ের চুং নানহাইতে অনুষ্ঠিত হয়। অধিবেশনে তত্কালীন প্রধানমন্ত্রী লিফেং বলেছেন , তিন গিরিখাত প্রকল্প হচ্ছে একটি বৃত্তত্ শতাব্দী-উত্তর প্রকল্প। অধিবেশনে কুও শুইয়ানের পেশকৃত তিন গিরিখাত প্রকল্পনির্মাণের প্রস্তুতিমূলক কাজ সংক্রান্ত রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়।
ইয়াংসি নদী জলসম্পদে সমৃদ্ধ । ইয়াংসি নদীর তিনগিরিখাত বহুমুখী প্রকল্প হলো ইয়াংসি নদীর বহুমুখী সংস্কার ও উন্নয়নের এক চাবিকাঠিমূলক প্রকল্প। তিনগিরিখাত প্রকল্পের নির্মাণস্থল হিসেবে ইয়াংসি নদীর মধ্য অববাহিকার হুপেই প্রদেশের ইছাং এলাকার সানতৌফিং নামক জায়গাকে বেছে নেয়া হয়েছে । এখানে ইয়াংসি নদীর উপত্যকা সুপ্রশস্ত, এখানকার গ্রানাইট শিলা প্রস্তর খুবই মজবুত এবং পূর্ণাঙ্গ, এখানে প্রকল্প নির্মাণ করলে এর উজান দিকের ১০ লক্ষ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট সুবিশাল এলাকা নিয়ন্ত্রণ করতে পারে , নদীর আই অংশের মধ্য দিয়ে বছরে গড়পড়তা প্রায় ৫০০ বিলিয়ন কিউবিক মিটার পানি প্রবাহিত হয় ।
ইয়াংসির তিন গিরিখাত প্রকল্প নির্মাণের পদ্ধতি হলো : "এক পর্যায়েই উন্নয়ন করা, একবারেই গড়ে তোলা, ধাপে ধাপে পানি মজুদ রাখা, অনবরতভাবেই স্থানীয় বাসিন্দাদের স্থানান্তরিত(অভিবাসন) করা " । প্রকল্পটির প্রধান বাঁধের উপরিভাগ মোট ৩০৩৫ মিটার দীর্ঘ, তাতে সাধারনত ১৭৫ মিটার উচ্চতা পর্যন্ত পানি মজুদ রাখা হয়, বাঁধের মাধ্যমে সৃষ্ট জলাধারে মোট ৩৯৯৩০ কোটি কিউবিক মিটার পানি মজুদ রাখা যায় ।
ইয়াংসির তিনগিরিখাত প্রকল্প নির্মাণ সমাপ্ত হবার পর তা বন্যা প্রতিরোধ, বিদ্যুত্ উত্পাদন, নৌপরিবহণ, মাছ প্রভৃতি জলজাত দ্রব্য চাষ, পর্যটন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশ সংস্কার, উন্নয়নমূলক অভিবাসন, চীনের দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে পাঠানো আর জলসেচ ও জল সরবরাহ ইত্যাদি বহুমুখী ভূমিকা পালন করতে পারে ।
** আরাফাত ফিলিস্তিনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত
১৯৮৯ সালের ২ এপ্রিল ফিলিস্তিন মুক্তিসংস্থার কেন্দ্রীয় কমিটির তিউনিসে আয়োজিত এক সম্মেলনে ইয়াসের আরাফাত ফিলিস্তিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন।
তিনি ছিলেন ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা, একজন বিশিষ্ট জাতীয় নেতা এবং ২০ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তি। তাঁর নেতৃত্বাধীন ফিলিস্তিন মুক্তি সংগ্রাম আন্তর্জাতিক রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর অন্যতমহয়ে দাঁড়িয়েছে।
২০০৪ সালের ১১ নভেম্বর ফিলিস্তিন স্বশাসন সংস্থার চেয়ারম্যান ইয়াসের আরাফাত ফ্রান্সের প্যারিসে একটি সামরিক হাসপাতালে মারা যান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর ।
** প্রথম ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ির সম্মেলন আয়োজিত
১৯৮৪ সালের ২ এপ্রিল প্রথম ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ির সম্মেলন চীনের শানতুং প্রদেশে অনুষ্ঠিত হয়।
প্রত্যেক বছরে ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ি সম্মেলনের আয়োজনের জন্যেই এই অঞ্চলের ঘুড়ির সুনাম এখন সবার মুখে মুখে। ১৯৮৮ সালের আন্তর্জাতিক ঘুড়ি সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি ইত্যাদি দেশগুলোর ঘুড়ি মহলের বিশিষ্ট ব্যক্তিরা ওয়েইফাংকে আন্তর্জাতিক ঘুড়ি নগর সুপারিশ করেন এবং আন্তর্জাতিক ঘুড়ি ফেডারেশন গঠনের কাজ শুরু করেন। জানা গেছে , এটা হচ্ছে চীনের উদ্যোগে সংগঠিত যার সদর দফতার চীনে স্থাপিত প্রথম আন্তর্জাতিক ক্রিড়া সংস্থা।
|