ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিষয়ক সচিব রাজিব সিক্রি ৩০ মার্চ নয়াদিল্লীতে বলেছেন , চীন-ভারত অংশীদার সম্পর্কের স্থাপন হল এই অঞ্চল তথা সারা বিশ্বের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপাদান ।
সেদিন অনুষ্ঠিত ষষ্ঠ বাংলাদেশ-চীন-ভারত-মায়ানমার ফোরামে ভাষণ দেয়ার সময় সিক্রি উপরোক্ত কথা বলেছেন । তিনি বলেছেন , এই অঞ্চলে ও তার বাইরে চীন ও ভারতের যৌথ উন্নয়নের অনেক সুযোগ আছে । দু'দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অংশীদার সম্পর্কের উন্নয়ন সারা এশিয়া অঞ্চলের জন্য অভূতপূর্ব সুযোগ যুগাবে ।
|