|
 |
(GMT+08:00)
2006-03-30 21:00:57
|
ইরান পরমাণু ইস্যুতে নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান বিবৃতির প্রতি চীনের সমর্থন
cri
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ৩০ মার্চ পেইচিংএ বলেছেন, চীন ইরানের পরমাণু ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তাপরিষদের চেয়ারম্যান বিবৃতি সর্মথন করে। এই চেয়ারম্যান বিবৃতি আন্তর্জাতিক আণবিক শক্তিসংস্থার মযার্দা আর ভূমিকা জোরদারের সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। একই দিন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া বলেছেন, এই চেয়ারম্যান বিবৃতির গুরুত্বপূর্ণ মর্ম এই যে, কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যার নিস্পত্তির সমর্থন দেখানো।মুখপাত্র জোর দিয়ে বলেছেন, চীন মনে করে, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরান পরমাণু ইস্যু নিস্পত্তি অবকাশ এখনও আছে। বিশ্ব সমাজের এই প্রচেষ্টা পরিত্যাগ করা উচিত নয়। চীন আশা করে, সংশ্লিষ্ট পক্ষ সংযম আর ধর্য বজায় রেখে কূটনৈতিক পদ্ধতিতে ইরানের পরমাণু ইস্যুর নিস্পত্তিতে অনুকূল পরিবেশ সৃস্টি করবে ।
|
|
|