|
 |
(GMT+08:00)
2006-03-30 20:52:12
|
কয়েকটি দেশে বার্ড ফ্লুর অব্যাহতবিস্তার
cri
২৯ মার্চ ইজরাইলের বেতারের একটি খবরে বলা হয়েছে, জেরুজালেমের নিকটবর্তী একটি কৃষি খামারে আংশিক গৃহপালিত পাখি অসাভাবিকভাবে মারা গেছে । এর পর কোয়ারান্টাইন বিভাগ মৃত পাখিগুলোর শরীরে এইচ ৫এন১ বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত করেছে। বতর্মানে ইজরাইলের কৃষি মন্ত্রণালয় এই কৃষি খামারের বাকী গৃহপালিত পাখিগুলো মেরে ফেলছে। ক্যামেরুন কতৃর্পক্ষও ঘোষণা করেছে, ক্যামেরুনের রাজধানীর উত্তর দিকে মালাপে হ্রদের একটি মৃত বুনোহাঁস এইচ ৫ এন ১ বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছিল। পৌল্যান্ডের
|
|
|