চীনের উপর আগ্রাসী যুদ্ধচলাকালে জাপানের সৃষ্ট ছুং ছিং বোমা বিষ্ফোরণে নিহত চল্লিশাধিক অধিবাসীর পরিবার-পরিজন ৩০ মার্চ জাপান সরকারের কাছে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেয়ার দাবী জানিয়ে টোকিও স্থানীয় আদালতে মামলা দায়ের করেছেন । তারা জাপান সরকারের ক্ষমা চাওয়া ছাড়াও ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক নিহতের জন্য এক কোটি জাপানী ইয়েন দেয়ার দাবী জানিয়েছেন ।
বাদী পক্ষের রিপোর্টে বলা হয়েছে , ১৯৩৮ সালের ফেব্রুয়ারী মাস থেকে ১৯৪৩ সালের জুলাই মাস পর্যন্ত সময়ে জাপানী বাহিনী ছুং ছিং শহরে বার বার বোমা হামলা করেছিল । চীনের একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , বিস্ফোরণে নিহতদের সংখ্যা দুই লাখ ৪০ হাজার ছাড়িয়েছিল। জাপানী বাহিনীর এই আচরণ হেগ চুক্তিসহ একাধিক আন্তর্জাতিক চুক্তি লংঘন করেছে ।
নিহত অধিবাসীদের পরিবার-পরিজনের প্রতিনিধি চেং ইয়ো ইয়ু বলেছেন , আমরা মামলা দায়ের করার মাধ্যমে জাপানী অধিবাসীদের ইতিহাসের এই মর্মান্তিক ঘটনার কথা অবহিত করবো । বাদী পক্ষের উকিল দলের নেতা টুছিয়া কৌকেন বলেছেন , আদালতে আমরা ছুং ছিং শহরে বোমা বিস্ফোরণের বিবরণ দেব , এটা বিশ্বশান্তির জন্য তাত্পর্যপূর্ণ ।
|