জাতিসংঘের মুখপাত্র ম্যারি ওকাবে ২৯ মার্চ ঘোষণা করেছেন, লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরকে জাতিসংঘের হেলিকপ্টারযোগে সিয়েরা লিওনের রাজধানী ফ্রীটাউনে নিয়ে যাওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সিয়েরা লিওনস্থ বিশেষ আদালতে হস্তান্তর করা হয়েছে।
জাতিসংঘের সিয়েরা লিওনস্থ বিশেষ আদালতের প্রধান অভিশংসক ডেসমন্ড দে সিলভা এরপরে বলেছেন, টেইলরকে হস্তান্তর করা হলেও তাঁর বিচার করতে আরো কয়েক মাস লাগবে। তিনি আরো বলেছেন, টেইলরের বিরুদ্ধে ২০০৩ সালের মার্চ মাসে বিশেষ আদালত আনীত ১৭টি অভিযোগ কমে ১১টি হয়েছে। কিন্তু প্রধান অভিযোগ, যেমন যুদ্ধাপরাধ, মানবতাবাদ বিরোধী তত্পরতা চালানো এবং আন্তর্জাতিক মানবতাবাদী আইনের অভিযোগ অপরিবর্তিত রয়েছে।
|