ভারতের হিনদু পত্রিকা বলেছে, রাশিয়ার প্রথম কিস্তির সমৃদ্ধ ইউরেনিয়াম গত সপ্তাহে দক্ষিণ ভারতের হাইদরাবাদ যৌথ পরমাণু জ্বালানি কম্পানিতে পৌঁছানো হয়েছে, তা তারাপুর পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের এক আর দুই নম্বর পরমাণু রি-এক্টরের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে।
যৌথ পরমাণু জ্বালানি কম্পানির উচ্চ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, এ কিস্তির সমৃদ্ধ ইউরেনিয়াম পশ্চিম ভারতের তারাপুর পরমাণু বিদ্যুত্ কেন্দ্রে পাঠানো হবে। বর্তমানে এ কিস্তির সমৃদ্ধ ইউরেনিয়ামের বিস্তারিত পরিমাণ জানানো হয় নি। কিন্তু ১৪ মার্চ রাশিয়া তারাপুর পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের জন্যে আবার পরমাণু জ্বালানি সরবরাহ করার ইচ্ছা প্রকাশ করেছে, এবং ৬০টন সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।
|