v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-30 17:10:44    
৩০ মার্চ

cri
    ১৯৭৯ সালের ৩০ মার্চ তেং সিয়াওপিং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আয়োজিত এক তত্ত্বগত সম্মেলনে চারটি মৌলিক নীতি উত্থাপন করেন । এর প্রধান বিষয় ছিল: চীনে চারটি আধুনিকায়ন বাস্তবায়িত করলে, চিন্তাধারা ও রাজনীতিতে সমাজতান্ত্রিক পথে অবিচল থাকতে হবে, গণতান্ত্রিক গণ একনায়কত্বে অবিচল থাকা, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অবিচল থাকতে হবে এবং মার্কসবাদ - লেনিনবাদ ও মাও সেতুং চিতাধারায় অবিচল থাকতে হবে ।

    চারটি মৌলিক নীতির মধ্যে পারস্পরিক সম্পর্ক জড়িত । এর কেন্দ্রীয় বিষয় ছিল চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অবিচল থাকা । চারটি মৌলিক নীতিতে চীনের সামাজিক প্রকৃতি, রাষ্ট্রীয় ব্যবস্থা, কমিউনিস্ট পার্টির নেতৃস্থানীয় মর্যাদা, বিপ্লব ও গঠনকাজের পথনির্দেশক চিন্তাধারা লিপিবন্ধ করা হয় । এই নীতিগুলো হল সারাদেশের সকল জাতির জনগণের ঐক্যের অভিন্ন রাজনৈতিক ভিত্তি এবং সামাজতান্ত্রিক আধুনিকায়ন নির্মাণকাজের মৌলিক নিশ্চয়তা । চারটি মৌলিক নীতি আর সংস্কার ও উন্মুক্ততার নীতি হল চীনের কমিউনিস্ট পার্টির মৌলিক লাইনের দু'টি মৌলিক দিক ।

    ** রোং ইরেন চীনের ভাই-চেয়ারম্যান পদে নিযুক্ত

    ১৯৯৩ সালের ৩০ মার্চ রোং ইরেন চীনা ট্রাস্টকোম্পানি থেকে বেরিয়ে চীনের ভাইস-প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন । ১৯৭৮ সালের ১৭ জানুয়ারী তেং সিয়াওপিং চীনের মহা গণ ভবনে রোং ইরেনের সঙ্গে সাক্ষাত্ করেন ।

    ১৯৫৬ সালের ১৫ জানুয়ারী রোং ইরেন সাংহাই শিল্প ও বাণিজ্য মহলের এক সম্মেলনে বলেছিলেন : ২০ জানুয়ারীর আগে সাংহাইয়ের শিল্প ও বাণিজ্য মহলের উচিত ঐকবন্ধ্য হয়ে সরকারের কাছে একবারই গণমালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠানের সম্বনয় সাধন করা । ১৯৮০ সালে রোং ইরেন "চীনা ট্রাস্ট " কোম্পানির চেয়ারাম্যান নিযুক্ত হন । ১৯৯৩ সালে "চীনা ট্রাস্ট" কোম্পানি হংকং, টোকিও, লন্ডন, ফ্রান্কফোর্ড, সিংগাপুর,নিউইয়র্ক ইত্যাদি শহরে দুই বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ঋণপত্র ছেড়েছে । ঋণপত্রের প্রকারসংখ্যা ১৮ । এই কোম্পানি এখন একটি বৃহত্ আন্তঃদেশীয় শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে ।

    **১৯৮১ সালের ৩০ মার্চ মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ডরীগান ওয়াশিংটনের হিল্টন হোটেলে অনুষ্ঠিত একটি শ্রমিক সম্মেলনে ভাষণ দেওয়ার পর নিজের গাড়ির কাছে ফিরে আসার পথে গুলি বিদ্ধ হয়ে আহত হন । তাঁর বুকে গুলি লেগেছে, সঙ্গে সঙ্গে তাঁর তথ্য সচিব ও দু'জন সামরিক কর্মকর্তাও আহত হন । পরে পুলিশ ২৫ বছর বয়স্ক হত্যাকারী জন ডাব্লিউ হিনকলীকে গ্রেফতার করে ।

    ** ফ্রান্সের চিত্রকর ভ্যান গগের জন্ম

    ভ্যান গগ (১৮৫৩ -- ১৮৯০), ফ্রান্সের চিত্রকর,১৮৫৩ সালের ৩০শে মার্চ নেদারল্যান্ডসের একটি যাজকের পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি ১০ বছর বয়স থেকে চিত্রআঁকা শিখতে শুরু করেনক । মাধ্যমিক স্কুল থেকে স্নাতক হবার পর যথাক্রমে বিক্রেতা , ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী এবং শিক্ষক হিসেবে চাকরী করতেন।

    শ্রমজীবী মানুষ ছিলেন তাঁর চিত্রের প্রধান বিষয়। তিনি গ্রামের কৃষকদের দরিদ্র জীবন, শহরাঞ্চলের শ্রমিকদের কষ্টকর কাজকর্ম এবং অন্যান্য শ্রমজীবীর ছবি আঁকতেন। প্রথমে তাঁর চিত্রের রং অপেক্ষাকৃত গভীর ছিলো, তা মৃত্যুর তুলনামূলক প্রতীক হিসেবে ব্যবহার করা হতো।

    ১৮৮৬ সালে তিনি প্যারিসে যাওয়ার পর ইসপ্রশনিজম. (ইংগিতে চিত্রাংকন) এবং জাপানের জ্যেঁর পেন্টিংয়ের প্রভাবে ডিভিশনিজম প্রয়োগ করেছেন। তাঁর পরবর্তীকালের চিত্রে প্রবল মানবিক তা ফুটে উঠে । অভিব্যক্তিবাদী চিত্রকরা তাঁর শৈলী শিখেছেন। ভ্যান গগের চিত্র আঁকার উদ্দেশ্য সুনাম লাভের জন্য নয়। তাঁর জীবন সচ্ছল ছিল না এবং অন্য লোকের সমালোচনারও সম্মুখীন হয়েছিলেন ।

    ১৮৯০ সালের জুলাই মাসে তাঁর শেষ চিত্র "ডাঃ পোল" প্রকাশিত হয় । তিনি করুণভাবে ১৮৯০ সালের ২৯শে জুলাই আত্মহত্যা করে মৃত্যু বরণ করেন।