মালয়েশিয়ার শীর্ষ নেতা সিরাজুদ্দিন ২৯ মার্চ কুয়ালালাম্পুরে সফররত চীনের জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিংলিনের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
সাক্ষাত্কালে চিয়া ছিংলিন বলেছেন, বর্তমানে বিভিন্ন পর্যায়ে চীন-মালয়েশিয়া আদান-প্রদান ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে, সহযোগিতার ক্ষেত্র অব্যাহতভাবে বাড়ছে। দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ফলপ্রসূ, চীন মালয়েশিয়ার চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়েছে। দু'পক্ষ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সুষ্ঠু সহযোগিতা বজায় রাখে। বর্তমানে চীন ও মালয়েশিয়া রণনৈতিক সহযোগিতার উন্নয়নে প্রয়াস করছে, দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বিক উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
তিনি বলেছেন, চীন মালয়েশিয়ার সঙ্গে পর্যটন সহযোগিতা উন্নয়ন করতে ইচ্ছুক, অব্যাহতভাবে শিক্ষার আদান-প্রদান বাড়াতে ইচ্ছুক, সক্রিয়ভাবে দু'দেশের "কৃষি সহযোগিতা চুক্তি" বাস্তবায়ন করতে ইচ্ছুক।
সিরাজুদ্দিন বলেছেন, চীন মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দু'দেশ শান্তিপূর্ণ কূটনীতিতে অবিচল থাকে, সক্রিয়ভাবে আঞ্চলিক সহযোগিতা ত্বরান্বিত করে, দু'পক্ষের বহু অভিন্ন স্বার্থ আছে। মালয়েশিয়া বরাবরই চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়, অব্যাহতভাবে চীনের সঙ্গে রাজনীতি, আর্থ-বাণিজ্য, শিক্ষা ও পর্যটন ইত্যাদি ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, এবং দু'দেশের সম্পর্ককে এগিয়ে নিতে ইচ্ছুক।
|