২৮ মার্চ ফিলিস্তিনের আইন প্রণয়ন কমিশন নতুন প্রধানমন্ত্রী ও হামাসের নেতা ইসমাইল হানিয়ার উপস্থাপিত সরকার গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে । নতুন সরকারে মোট ২৪ জন সদস্য আছে , তাঁরা হলেন :
------পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ জাহার
জাহার ১৯৫১ সালে গাজায় জন্ম গ্রহণ করেন , বিশ্ববিদ্যালয়ে মেডিসেন ডিগ্রী পেয়ে গাজায় একজন ডক্তার হন । ১৯৮৭ সালে জাহার হামাসে যোগদান করেন এবং খুব তাড়াতাড়ি হামাসের মুখপাত্র হন । পরে তিনি হামাসের পলিট ব্যুরোর প্রবেশ করেন । জাহার একসময়ে হামাসের আত্মিক নেতা আহমেদ ইয়াসিনের ব্যক্তিগত ডাক্তার ছিলেন । ১৯৯২ সালে ইসরাইল তাঁকে দক্ষিণ লেবাননে নির্বাসন করেছে ।
২০০৪সালে ইসরাইল হামাসের নেতা ইয়াসিন ও আব্দুল আজিজ রান্তিসিকে নির্মূলীকরণ করার পর জাহার ফিলিস্তিনে হামাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছেন ।
------স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়াম
১৯৫৯ সালে সায়াম গাজার একটি শরণার্থী শিবিরে জন্ম গ্রহণ করেন । তিনি রামাল্লাহের একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে স্নাতক হন । ১৯৮০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি শিক্ষকের কাজ করেন । ১৯৯২ সালে ইসরাইল তাঁকে দক্ষিণ লেবাননে নির্বাসন করেছে । তিনি এখন হামাসের পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্র যোগাযোগের দায়িত্ব পালন করেন ।
------অর্থমন্ত্রী ওমার আব্দেল রাজেক
১৯৫৮ সালে রাজেক জর্দান নদীর পশ্চিম অঞ্চলের একটি কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন । ১৯৮৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের অর্থবিদ্যায় ডক্টারট ডিগ্রী পান । একাডেমী ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন বলে তিনি বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন । তিনি এখন জর্দান নদীর পশ্চিম তীরের নাব্লুস শহরের একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থ বিষয়ক অধ্যাপক । ২০০৫ সালের ডিসেম্বর মাসে ইসরাইলী বাহিনী তাঁকে গ্রেফতার করেছে , সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন ।
|