জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াংইয়া ২৯ মার্চ বলেছেন, ইরানের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চেয়ারম্যান বিবৃতি কূটনৈতিক পদ্ধতিতে সমস্যাটি সমাধান করতে সমর্থন করে এটাই বিবৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ তাত্পর্য।
ওয়াং কুয়াং ইয়া বলেছেন, বহু দিনের আলোচনার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি চূড়ান্ত মতৈক্য অর্জিত হয়েছে। তা হলো বিভিন্ন রকমের কূটনৈতিক প্রয়াসকে সমর্থন করা। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, আন্তর্জাতিক পরমাণু অবিস্তার ব্যবস্থাকে মর্যাদা দেয়া উচিত। বিবৃতিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কাজকর্মের প্রতি সার্বিকভাবে সমর্থন জানানো হয়েছে।
তিনি আরো বলেছেন, চেয়ারম্যান বিবৃতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বিভিন্ন পক্ষের আরো সক্রিয় প্রচেষ্টা চালিয়ে ইরানের সমস্যা সমাধান ত্বরান্বিত করা উচিত।
|