|
 |
(GMT+08:00)
2006-03-29 21:23:41
|
বিশ্ব ব্যাংক দরিদ্র দেশগুলোর ঋণ মওকুফের পরিকল্পনা অনুমোদন করেছে
cri
২৮ মার্চ বিশ্ব ব্যাংক ঘোষণা করেছে, এই ব্যাংকের যুক্ত গভর্নার পরিষদ ১৭টি দরিদ্র দেশের ঋণ মওকুফ করার পরিকল্পনা অনুমোদন করেছে। এই ঋণের মোটমূল্য ৩.৭ বিলিয়ন মার্কিন ডর্লার।এই মওকুফ পরিকল্পনা পরবর্তী অর্থ বছরের প্রথম দিকে শুরু হবে। অথার্ত চলতি বছরের ১ জুলাই থেকে প্রবর্তিত হবে । এই পরিকল্পনা ৪০ বছর অব্যাহত থাকবে। বিশ্ব ব্যাংকের মহা পরিচালক ওলফোইজ বলেছেন, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ । এ সব দেশের ঋণ মওকুফ দরিদ্র দেশগুলোর জাতিসংঘের সহস্রাব্দউন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের জন্যে কল্যাণকর।
|
|
|