|
 |
(GMT+08:00)
2006-03-29 21:21:55
|
চতুর্থ সার্ক স্পীকার সম্মেলন কলম্বোয় শুরু
cri
চতুর্থ সার্ক স্পীকার আর সংসদীয় সমিতির সম্মেলন ২৯ মার্চ কলম্বোয়ে শুরু হয়েছে। এই তিন দিনব্যাপী সম্মেলনে সাতটি সদস্য দেশের সংসদীয় নেতারা আঞ্চলিক সহযোগিতা জোরদার করা সহ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে ব্যাপকভাবে মত বিনিময় করেছেন। শ্রীলংকার প্রেসিডেন্ট রাজাপাকসে উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, এবারকার সম্মেলন হচ্ছে এই অঞ্চলের সম্মুখীন দারিদ্র, বেকারত্ব, সারাজিক অসঙ্গতি প্রভৃতি সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ সুযোগ। এবারকার সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন দেশের সম্মুখীন অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে অগ্রগতি অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
|
|
|