২৮ মার্চ ভারত , পোল্যান্ড ও সুইডেন ইত্যাদি দেশ বার্ড ফ্লুর বিস্তারের কথা ঘোষণা করেছে । পাশাপাশি এইসব দেশ বার্ডফ্লু প্রতিরোধের ব্যবস্থা নিয়েছে ।
একই দিন ভারতের কৃষি মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , সরকারের সংশ্লিষ্ট বিভাগ ভারতের মধ্য অঞ্চল থেকে পাঠানো হাসঁমুর্গীর৯৬টি নমুনা পরীক্ষা করে আটটি নমুনায় বার্ডফ্লু ভাইরাস সনাক্ত করেছে ।
পোল্যান্ডের জাতীয় পশু চিকিত্সা বিভাগ স্বীকার করেছে , পোল্যান্ডের পাঁচটি বুনো রাজহাস বার্ডফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে । সুইডেনের পশু চিকিত্সা বিভাগ একই দিন ঘোষণা করেছে , সুইডেনের দক্ষিণাঞ্চলের একটি বুনো মিন্কের গায়ে এইচ ৫ ভাইরাস সনাক্ত হয়েছে ।
২৭ মার্চ বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেয়ার পর চেক প্রজাতন্ত্রের জাতীয় নিরাপত্তা কমিটি ২৮ মার্চ বিনা মূল্যে নাগরিকদের আরো বেশী টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ২৮ মার্চ বলেছেন , মিসর ইতিমধ্যে চীনের কাছে আড়াই কোটি বার্ড ফ্লু টিকা কেনার অর্ডার দিয়েছে এবং একটি বিশেষজ্ঞ গ্রুপ চীনে পাঠিয়েছে ।
|