v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-29 20:58:09    
ইয়াংইয়াং

cri
    তিনি ১৯৭৫ সালের ২৪ অগস্ট চীনের হেইলংচিয়াং প্রদেশের চিয়াংছাংইউয়েন শহরে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি হার্বিন শহরের ক্রীড়াবিদ স্কুলে প্রবেশ করে শর্ট ট্র্যাক স্পীড স্কেটিং অনুশীলন করেন, ১৯৯৩ সালে তিনি জাতীয় প্রশিক্ষণ দলে প্রবেশ করেন, ১৯৯৫ সালে তিনি জাতীয় দলে প্রবেশ করেন। তাঁর সর্বশ্রষ্ঠ সাফল্য হচ্ছে ২০০২ সালে সাল্ট লাইক সিটি শীতকালীন অলিম্পিক গেমসে তিনি নারীদের শর্ট ট্র্যাক স্পীড স্কেটিংয়ের ৫০০ মিটার এবং ১০০০ মিটার দফায় দু'টি স্বর্ণপদক বিজয়ী করেন।

    ১৯৯১ সালে জাতীয় শর্ট ট্র্যাক স্পীড স্কেটিং প্রতিযোগিতায় তিনি তিনহাজার মিটার দফায় চ্যাম্পিয়ন হন। ১৯৯২ সালে পেইচিংয়ে অনুষ্ঠিত জাতীয় শর্ট ট্র্যাক স্পীড স্কেটিং চ্যাম্পিয়নশীপে ১৫০০ মিটার, ৩০০০ মিটার ও অল রাউন্ত দফায় চ্যাম্পিয়ন হন। ১৯৯৫ সালে স্পেন বিশ্ব শীতকালীন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গেমসে তিনি ৩০০০ মিটার রেলি দফায় চ্যাম্পিয়ন হন। ১৯৯৫ সালে দক্ষিণ কোরিয়া বিশ্ব চ্যাম্পিয়নশীপে তিনি ৩০০০ মিটার রেলি দফায় চ্যাম্পিয়ন হন। হার্বিন এশীয় শীতকালীন গেমসে তিনি ১৫০০ মিটার একক এবং রেলি দফায় চ্যাম্পিয়ন হন। ১৯৯৭ সালে অষ্টম জাতীয় গেমসে তিনি স্বর্ণপদক বিজয়ী করেন। ১৯৯৭ সালে জাপান বিশ্ব চ্যাম্পিয়নশীপে তিনি ৫০০ মিটার, ১০০০মিটার ও অল বাউন্তে চ্যাম্পিয়ন হন। ১৯৯৮ সালে নাগানো শীতকালীন অলিম্পিক গেমসে ১০০০ মিটার শর্ট ট্র্যাক স্পীড স্কেটিংয়ের বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন, এবং ৩০০০ মিটার রেলি দফায় রৌপ্যপদক বিজয়ী করেন। ১৯৯৮ সালে ভিয়েনা বিশ্ব চ্যাম্পিয়নশীপে তিনি ১৫০০ মিটার এবং অল বাউন্ত দফায় চ্যাম্পিয়ন হন। ১৯৯৯ সালে বিশ্ব শর্ট ট্র্যাক স্পীড স্কেটিং চ্যাম্পিয়নশীপে নারীদের ১৫০০ মিটার এবং অল বাউন্তে চ্যাম্পিয়ন হন। ২০০০ সালে ব্রিটেনের শেফিয়েলদ বিশ্ব চ্যাম্পিয়নশীপে তিনি ১০০০ মিটার এবং ১৫০০ মিটার দফায় চ্যাম্পিয়ন হন। ৩০০০ মিটার দফায় রানার্স-আপ হন। ২০০১ সালে দক্ষিণ কোরিয়ার সেউল বিশ্ব চ্যাম্পিয়নশীপে তিনি ১০০০ মিটার, ১৫০০ মিটার ও ৩০০০ মিটার দফায় চ্যাম্পিয়ন হন। ৫০০ মিটার দফায় রানার্স-আপ হন। ২০০২ সালে সালট লাইক সিটি শীতকালীন অলিম্পিক গেমসে তিনি শর্ট ট্র্যাক স্পীড স্কেটিংয়ের ৫০০ মিটার এবং ১০০০ মিটার দফায় স্বর্ণপদক বিজয়ী করেন। ২০০৩ সালে এশীয় শীতকালীন গেমসে শর্ট ট্র্যাক স্পীড স্কেটিংয়ে তিনি তিনটি স্বর্ণপদক বিজয়ী করেন।

    বর্তমান, শর্ট ট্র্যাক স্পীড স্কেটিং নারী ক্রীড়াবিদদের মধ্যে ইয়াংইয়াং একজন সর্বশ্রষ্ঠ ক্রীড়াবিদ। ২০টিরও বেশি বিশ্ব প্রতিযোগিতায় তিনি ১৮বার সাধারণ ফাইনালে প্রবেশ করেন, ১২বার বিজয়ী করেন। বর্তমানে তিনি নারীদের ১০০০ মিটার শর্ট ট্র্যাক স্পীড স্কেটিংয়ের বিশ্ব রেকর্ট বজায় রাখেন। ২০০২ সালে সাল্ট লাইক সিটি শীতকালীন অলিম্পিক গেমসে তিনি পর পর নারীদের শর্ট ট্র্যাক স্পীড স্কেটিংয়ের ৫০০ মিটার এবং ১০০০ মিটার দফায় চ্যাম্পিয়ন হন, সেজন্যে চীনা দলে শ হতে ফিরে যাওয়ার ইতিহাস শেষ হয়েছে।