নাইজেরিয়ার পুলিশ পক্ষ ২৯ মার্চ স্বীকার করেছে, নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলোর আটক হয়েছেন।
টেইলোর বন্দী হওয়ার বিস্তারিত খবর এখনও জানা যায়নি। একটি খবরে প্রকাশ, তিনি নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চল ও ক্যামেরুনের সীমান্তে ধরা পড়েছেন।
নাইজেরিয়া কর্তৃপক্ষ ২৮ মার্চ ঘোষণা করেছে, লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলস ২৭ মার্চ রাতে নাইজেরিয়ায় অবস্থিত তাঁর আশ্রয়স্থল থেকে নিখোঁজ হন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট এ ঘটনা তদন্তে বিশেষ কমিটি প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন। লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট টেইলোর যে নাইজেরিয়ায় নিখোঁজ হয়েছেন, সে প্রসঙ্গে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা ২৮ মার্চ নিবিড় দৃষ্টি রেখেছেন। জাতিসংঘের সিয়েরা লিওনের বিশেষ আদালত টেইলোরের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবাদ বিরোধী তত্পরতা চালানো, আন্তর্জাতিক মানবতাবাদী আইন লঙ্ঘন প্রভৃতি ১৭টি অপরাধ সাধনের মামলা দায়ের করে।
|